সোরোকা হাসপাতালে ইরানের হামলাকে ইচ্ছাকৃত ও অপরাধ হিসেবে বর্ণনা করেছেন ইসরাইলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শারেন হাসকেল। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। খবর টাইমস অব ইসরাইলের।
শারেন হাসকেল বলেন, যে হাসপাতালে ইরান হামলা চালিয়েছে তা কোনো সামরিক ঘাঁটি নয়। বরং এটি একটি হাসপাতাল।
সোরোকা হাসপাতালটি ইসরাইলের পুরো নেগেভ অঞ্চলের প্রধান চিকিৎসাকেন্দ্র বলেও জানান তিনি।
পোস্টে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে হাসপাতালের ভেতরের ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা যাচ্ছে।
হাসকেল বলেন, ‘বিশ্বের এ বিষয়ে স্পষ্টভাবে কথা প্রতিক্রিয়া জানানো উচিত।’
বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সোরোকা হাসপাতালে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। এই হাসপাতালটিতে গাজা যুদ্ধে আহত সেনাদের চিকিৎসা দেওয়া হতো।
এর আগে ১৭ই জুন ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতালে ইসরাইল হামলা চালিয়েছিল।
আরএ