হোম > বিশ্ব

কানাডায় মুসলিম উবার চালকের ওপর হামলার চেষ্টা

আমার দেশ অনলাইন

কানাডার মন্ট্রিয়ালে এক মুসলিম উবার চালককে লক্ষ্য করে সহিংস হামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)। ঘটনাটি কুইবেক ও সারাদেশে মুসলিমবিদ্বেষ বৃদ্ধির আশঙ্কা আরও জোরালো করেছে বলে মন্তব্য করেছে সংগঠনটি।

এনসিসিএমের বিবৃতিতে বলা হয়, গত সপ্তাহে এক যাত্রী উবার চালককে প্রথমে তার ধর্মীয় পরিচয় জানাতে চাপ দেয়। পরে তাকে হুমকি দিয়ে বলে, “আমি তোমার গলা কেটে দেব।” চালক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

সংস্থাটি জানায়, গাড়িতে থাকা আরেক যাত্রীর হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় এবং সম্ভাব্য মারাত্মক হামলা ঠেকানো যায়।

এনসিসিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্রাউন বলেন, “নিজেদের প্রদেশ কুইবেকেই এমন ঘটনা ঘটছে—এটা অত্যন্ত উদ্বেগজনক। মুসলমানরা কোনো হুমকি নয়। এখনই সময় রাজনৈতিক নেতাদের স্পষ্টভাবে তা বলার এবং ঘৃণার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার।”

সংস্থাটি জোর দিয়ে বলেছে, কুইবেকে কারও ধর্মীয় পরিচয়ের কারণে জীবনের ভয় নিয়ে বসবাস করা উচিত নয়। তবে ঘটনার কিছু তথ্য এখনও যাচাই করা হচ্ছে বলেও উল্লেখ করেছে তারা।

এনসিসিএম জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে যাতে অভিযুক্ত ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা যায়। একই সঙ্গে তারা কুইবেকের রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে—এই হামলার তীব্র নিন্দা জানাতে এবং প্রদেশজুড়ে ধর্মীয় ও সামাজিক উত্তেজনা কমাতে বাস্তব ও কার্যকর উদ্যোগ নিতে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসআর

ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের ঘোষণায় তেলের বাজারে অস্থিরতা

বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশ স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত

গাজায় নিজেদের ত্রাণসামগ্রী আনতে পারছে না সেভ দ্য চিলড্রেন

২০২৫ সালে বিশ্বে কয়লার ব্যবহার ছুঁতে পারে নতুন রেকর্ড: আইইএ

ইসরাইলি সেনাদের গণহারে দেশত্যাগ নিয়ে সতর্কতা

ফিলিস্তিনিদের সংহতিতে বার্লিনে মশাল মিছিল

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত জার্মানি, তবে যুক্তরাষ্ট্র নয় ইউরোপীয় জোটের নেতৃত্বে

গাজা ফেরত আরো এক ইসরাইলি সেনার আত্মহত্যা

ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের

কানাডার প্রতিনিধিদলকে পশ্চিম তীরে প্রবেশে ইসরাইলের বাধা