হোম > বিশ্ব

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে সিঙ্গাপুর

আমার দেশ অনলাইন

সিঙ্গাপুর ঘোষণা করেছে, তারা ইসরাইলি বসতি স্থাপনকারী গোষ্ঠীর নেতাদের ওপর লক্ষ্যবস্তু নিষেধাজ্ঞা আরোপ করবে এবং উপযুক্ত পরিস্থিতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। সোমবার সংসদে দেওয়া এক বক্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এ তথ্য জানান।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের কিছু রাজনীতিবিদের পশ্চিম তীর ও গাজা সংযুক্ত করার হুমকি ও ‘ইওয়ান’ বসতি প্রকল্পের মতো উদ্যোগ দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে দুর্বল করছে। সিঙ্গাপুর এসব কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ইসরাইলকে বসতি নির্মাণ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

নিষেধাজ্ঞাগুলোর বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান বালাকৃষ্ণান। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির জন্য একটি কার্যকর ও দায়িত্বশীল ফিলিস্তিনি সরকার গঠনের প্রয়োজন, যা ইসরাইলের অস্তিত্ব স্বীকার করবে এবং সন্ত্রাসবাদ ত্যাগ করবে।

তিনি আরো বলেন, সংঘাতের স্থায়ী সমাধান একমাত্র সম্ভব আলোচনার মাধ্যমে একটি ইসরাইলি ও একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের মাধ্যমে, যেখানে উভয় জাতি শান্তি ও মর্যাদার সঙ্গে সহাবস্থান করতে পারবে।

এছাড়াও তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই পশ্চিম তীরে ইসরাইলি বসতিকে অবৈধ মনে করে। তবে ইসরাইল তা অস্বীকার করে, ঐতিহাসিক দাবি ও নিরাপত্তার যুক্তি তুলে ধরে।

উল্লেখ্য, সিঙ্গাপুর ও ইসরাইলের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। তবুও, ২০২৪ সালে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি সংক্রান্ত প্রস্তাবগুলোতে সিঙ্গাপুর সমর্থন জানিয়েছে।

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ক্যাথলিক ধর্মযাজকেরা

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিদের শাস্তির প্রক্রিয়া শুরু

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান