লেবানন ও ইসরাইলের বেসামরিক প্রতিনিধিরা নাকোরায় মার্কিন-নেতৃত্বাধীন যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এক বৈঠেকে যোগ দিয়েছেন। চার দশকেরও বেশি সময় পর দুই দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনা হলো। খবর আল জাজিরার।
বুধবার লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, বৈরুত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের বাইরেও আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তবে জোর দিয়ে বলেছেন যে এটি কোনো শান্তি আলোচনা নয়। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ শান্তি প্রক্রিয়ার সাথে জড়িত।
সালাম বলেন, এই আলোচনার লক্ষ্য কেবল শত্রুতার অবসান করা, লেবাননের জিম্মিদের মুক্তি এবং লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার।
সালাম বলেন, লেবানন ২০০২ সালের আরব শান্তি উদ্যোগের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাইলের সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করার বিনিময়ে ১৯৬৭ সালে দখল করা ভূখণ্ড থেকে ইসরাইলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের কথা বলা আছে। তিনি জানান, ইসরাইলের সঙ্গে আলাদা পৃথক শান্তি চুক্তি সম্পাদনের কোনো ইচ্ছা তাদের নেই।
আরএ