হোম > বিশ্ব

নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে : কাতার

আমার দেশ অনলাইন

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।

গত সপ্তাহে দোহায় ইসরায়েলি হামলায় হামাসের পাঁচ সদস্য নিহত হওয়ার প্রসঙ্গে নেতানিয়াহু একে ‘একটি বার্তা’ বলে মন্তব্য করলে এ প্রতিক্রিয়া দেখায় কাতার। নেতানিয়াহু দাবি করেন, এই বার্তা ‘ব্যর্থ হয়নি’।

কাতারের মুখপাত্র দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সেই প্রবণতার সঙ্গে আমরা অভ্যস্ত, যেখানে তিনি প্রতিটি ব্যর্থতার পর নিজের বেপরোয়া নীতিকে ঢাকতে এবং যৌক্তিক করতে চেষ্টা করেন। আমরা তাকে একটি বার্তা দিতে চাই-আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে তাকে শাস্তি পেতে হবে।

গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারের মধ্যস্থতা প্রসঙ্গে আনসারি বলেন, এটি এখন বাস্তবসম্মত বলে মনে হয় না। কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী যাদের সঙ্গে আলোচনা করেন তাদের হত্যা করতে এবং মধ্যস্থতাকারী রাষ্ট্রকে বোমা মারতে চান।

তিনি আরও বলেন, কাতার বর্তমানে নিজের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, বিশ্বাসঘাতক ইসরায়েলের হামলার জবাব দেওয়া, ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া এবং দায়িদের বিচারের মুখোমুখি করায় সম্পূর্ণ মনোযোগ দিচ্ছে। বর্তমানে আমরা যে পরিস্থিতির মুখোমুখি, তার তুলনায় অন্যসব রাজনৈতিক বিষয় গৌণ।

উল্লেখ্য, কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই যুদ্ধে প্রায় ৬৫ হাজার মানুষ নিহত হয়েছেন।

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ক্যাথলিক ধর্মযাজকেরা

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ব্যক্তিদের শাস্তির প্রক্রিয়া শুরু

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান