সৌদি আরবের রাজধানী রিয়াদে তুরস্ক ও সৌদি আরবের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের জেনারেল স্টাফের প্রধান সেলকুক বায়রাকতারোগলু বৃহস্পতিবার তার সৌদি সমপদস্থ ফায়াদ বিন হামেদ আল-রুওয়াইলির সঙ্গে বৈঠক করেন।
মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বায়রাকতারোগলু বুধবার উচ্চ-স্তরের সামরিক সংলাপে যোগ দিতে রিয়াদে পৌঁছান। রিয়াদে তাকে এক সামরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। আলোচনায় দ্বিপাক্ষিক বৈঠক ও বর্ধিত অধিবেশন অন্তর্ভুক্ত ছিল।
বৈঠকের শেষে দুই দেশের মধ্যে উচ্চ-স্তরের সামরিক সংলাপের চূড়ান্ত প্রতিবেদন স্বাক্ষরিত হয়, যা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের ইঙ্গিত দেয়।