যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনে সৃষ্ট অচলাবস্থা অবসানে দেশটির আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে একটি তহবিল বিল পাস হয়েছে।
স্থানীয় সময় গতকাল সোমবার ৬০-৪০ ভোটে বিলটি পাস হয়। আটজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে এই তহবিলের পক্ষে ভোট দেন। খবর বিবিসির।
সিনেটে ৫৩-৪৭ ভোটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের ৬০ ভোটের ন্যূনতম সীমা অতিক্রমের জন্য এই পদক্ষেপ জরুরি ছিল।
ডেমোক্র্যাট সিনেটর ডিক ডারবিন, জন ফেটারম্যান, ক্যাথেরিন কর্টেজ মাস্তো, ম্যাগি হাসান, টিম কেইন, অ্যাঙ্গাস কিং, জ্যাকি রোজেন এবং জিন শাহীন তাদের দলের বাকি সদস্যদের থেকে আলাদা হয়ে বিলটির পক্ষে ভোট দেন।
শুধু একজন রিপাবলিকান সিনেটর কেন্টাকির র্যান্ড পল বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।
নতুন বিলটি কার্যকর হলে ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রম আবারও চালু হবে এবং খাদ্য সহায়তা ও আইনসভাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে অর্থায়ন করা হবে।
৪১ দিনের দীর্ঘতম শাটডাউনে স্থগিত রয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি পরিষেবা। প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী অবৈতনিক ছুটিতে আছেন অথবা বিনা বেতনে কাজ করছেন। চার কোটি ১০ লাখ নিম্ন আয়ের মার্কিনিদের জন্য খাদ্য সুবিধা ব্যাহত হয়েছে।
সিনেটে পাস হলেও বিলটি এখন নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অনুমোদন পেতে হবে। এরপর বিলটি যাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তিনি স্বাক্ষর করলেই এটি আইনে পরিণত হবে।