হোম > বিশ্ব

ইংল্যান্ডে ট্রেনে ছুরিকাঘাতে ১১ যাত্রী আহত, গ্রেপ্তার ২

আমার দেশ অনলাইন

ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর ক্যামব্রিজের কাছে একটি ট্রেনে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ১১ যাত্রী আহত হয়েছেন। রোববার এ ঘটনায় দুই ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করা হয়েছে জানায় দেশটির পুলিশ।

তবে পুলিশ জানিয়েছে এটি কোনো সন্ত্রাসবাদী হামলা নয়। এ হামলার পর প্রাথমিক তদন্তে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ তদন্ত চালায়।

রোববার ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের সুপারিনটেনডেন্ট জন লাভলেস জানান,“বর্তমান পর্যন্ত এমন কোনো প্রমাণ মেলেনি যা এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে ইঙ্গিত করে।”

তিনি বলেন, হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন ৩২ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্রিটিশ নাগরিক এবং ৩৫ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিক, যিনি ক্যারিবীয় বংশোদ্ভূত। দুজনই যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছেন।“আমরা এখনো ঘটনার পূর্ণ প্রেক্ষাপট ও উদ্দেশ্য নির্ধারণে কাজ করছি, ঘটনার কারণ নিয়ে এখনই অনুমান করা ঠিক হবে না।”বলেন লাভলেস।

প্রতিবেদনে আরো জানা যায়, পুলিশ লন্ডন থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তরে হান্টিংডন স্টেশনে ট্রেনটির জরুরি থামার পর দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। আহত ১১ জনের মধ্যে চারজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তবে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে “ভয়াবহ ও গভীরভাবে উদ্বেগজনক”বলে উল্লেখ করেছেন।

রাজা চার্লস তৃতীয় বলেন, তিনি এ ঘটনায় “অত্যন্ত হতবাক ও মর্মাহত”।

উল্লেখ্য, ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দশ বছরে ইংল্যান্ড ও ওয়েলসে ছুরিকাঘাতজনিত অপরাধ ৮৭% বেড়েছে, এবং শুধু ২০২৪ সালেই এমন অপরাধের সংখ্যা ছিল ৫৪,৫৮৭টি, যা ইউরোপের মধ্যে অন্যতম সর্বোচ্চ হার।

তেহরানের খেলনা জাদুঘর, শৈশবের স্মৃতিময় ভুবন

রাশিয়ার সহযোগিতায় ৮ পরমাণু বিদ্যৎকেন্দ্র নির্মাণ করবে ইরান

ইরানে ভয়াবহ খরা, তেহরানে তীব্র পানি সংকটের আশঙ্কা

যে কারণে বিশ্বের নজর এখন মার্কিন সুপ্রিম কোর্টের ওপর

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২০

মাদুরোর সময় ফুরিয়ে আসছে: ট্রাম্পের হুঁশিয়ারি

পপি চাষীদের জন্য বিকল্প জীবিকার পরিকল্পনা আফগানিস্তানের

বেনজির ভুট্টোর আমলে আইএসআই-তালেবানের সম্পর্কের শুরু যেভাবে

তাইওয়ানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পরিণাম জানে চীন: ট্রাম্প

ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২৪