হোম > বিশ্ব > এশিয়া

ইরানে দুই সপ্তাহের ইন্টারনেট বন্ধে অসন্তোষ বাড়বে: প্রেসিডেন্টের ছেলে

আমার দেশ অনলাইন

ইরানের প্রেসিডেন্টের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান দেশজুড়ে দীর্ঘদিন ধরে চলা ইন্টারনেট বন্ধের অবসান চেয়েছেন। শনিবার তিনি সতর্ক করে বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রাখলে সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ আরও বেড়ে যাবে।

২০২৪ সালে নির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান বলেন, “ইন্টারনেট বন্ধ রাখলে জনগণ ও সরকারের মধ্যে দূরত্ব আরও বাড়বে। এতে যারা আগে অসন্তুষ্ট ছিলেন না, তারাও অসন্তুষ্টদের তালিকায় যুক্ত হবেন।” তিনি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন, যা পরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা প্রকাশ করে।

ইউসুফ পেজেশকিয়ান বলেন, ইন্টারনেট চালু হলে আবার বিক্ষোভ শুরু হওয়ার ঝুঁকির চেয়ে ইন্টারনেট বন্ধ রাখার ক্ষতি অনেক বেশি।

ইরানে চলমান ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে ৮ জানুয়ারি থেকে দেশটির প্রায় ৯ কোটি মানুষ কার্যত ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছেন। এই সময়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে বহু মানুষ নিহত হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে। নরওয়ে-ভিত্তিক এনজিও ‘ইরান হিউম্যান রাইটস’ দাবি করেছে, নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।

অন্যদিকে, ইরান সরকার নিহতের সংখ্যা ৩ হাজার ১১৭ বলে জানিয়েছে। এর মধ্যে ২ হাজার ৪২৭ জনকে তারা ‘শহীদ’ হিসেবে উল্লেখ করেছে—যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরীহ পথচারী রয়েছেন। সরকার বাকি নিহতদের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানিতে জড়িত ‘দাঙ্গাবাজ’ বলে অভিহিত করেছে।

প্রেসিডেন্সির মিডিয়া উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান বলেন, ইন্টারনেট কবে পুনরায় চালু হবে, তা তিনি জানেন না। তিনি জানান, গত সপ্তাহের “সহিংসতায় রূপ নেওয়া বিক্ষোভের ভিডিও ও ছবি প্রকাশের আশঙ্কা” দেখিয়েই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। তবে তিনি এই যুক্তির সমালোচনা করেন।

একটি ফার্সি প্রবাদ উদ্ধৃত করে তিনি লেখেন, “যার হিসাব পরিষ্কার, তার তদারকি নিয়ে ভয়ের কিছু নেই।”

তিনি বিক্ষোভের সহিংস রূপ নেওয়ার জন্য বিদেশি হস্তক্ষেপকে দায়ী করলেও বলেন, “নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছু ভুল হয়ে থাকতে পারে, যেগুলো কেউ সমর্থন করতে চায় না এবং যেগুলোর জবাবদিহি প্রয়োজন।”

ইন্টারনেট বন্ধ প্রসঙ্গে তিনি আরও বলেন, “ভিডিও প্রকাশ এমন কিছু, যার মুখোমুখি আমাদের আজ হোক বা কাল হোক, হতেই হবে। ইন্টারনেট বন্ধ রাখলে সমস্যার সমাধান হবে না; শুধু বিষয়টি কিছুটা পিছিয়ে যাবে।”

পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়াতে বললেন সানাউল্লাহ

তীব্র তুষারপাত ও বৃষ্টিতে আফগানিস্তানে নিহত বেড়ে ৬১

আফগানিস্তানে তীব্র শীতে স্বাস্থ্যঝুঁকিতে ২ লাখ ৭০ হাজার শিশু

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

মিয়ানমারে বিয়ে ও অন্ত্যেষ্টিক্রিয়ায় জান্তার বিমান হামলা, নিহত ২৭

মিয়ানমারে শোকসভায় জান্তার বিমান হামলা, নিহত ২১

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, ১০ জনের লাশ উদ্ধার

নিউজিল্যান্ডে ভূমিধস, নিখোঁজ ৬

পার্লামেন্ট ভেঙে দিলেন জাপানের প্রধানমন্ত্রী