হোম > বিশ্ব > এশিয়া

এশীয় বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে

এক দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সিঙ্গাপুরি ডলার

আমার দেশ অনলাইন

বিশ্ব মুদ্রাবাজারে সাম্প্রতিক পরিবর্তনের ধারায় মার্কিন ডলারের বিপরীতে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে সিঙ্গাপুরি ডলার। প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানো এই মুদ্রাকে এশীয় বাজারে বিনিয়োগকারীদের বাড়তি আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে সিঙ্গাপুরি ডলার ২০১৪ সালের অক্টোবরের পর সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে। চলতি সপ্তাহে সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক নীতিগত অবস্থান অপরিবর্তিত রাখবে—এমন প্রত্যাশার মধ্যেই মুদ্রাটির এই উত্থান ঘটে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের ওপর চাপ বাড়ায় সিঙ্গাপুরি ডলার আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে।

জাপানের সম্ভাব্য মুদ্রা হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও হস্তক্ষেপের ইঙ্গিতের কারণে ডলার দুর্বল হয়েছে। এর প্রভাবে সিঙ্গাপুরি ডলার শূন্য দশমিক ৩ শতাংশ শক্তিশালী হয়ে প্রতি ডলারের বিপরীতে ১ দশমিক ২৬৮৪ সিঙ্গাপুরি ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, গত ২৩ জানুয়ারি নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের সুদের হার পর্যালোচনার পর থেকেই ডলারের ওপর চাপ বাড়তে থাকে। এর ধারাবাহিকতায় জাপানি ইয়েনের মূল্যও ১ দশমিক ২ শতাংশ বেড়েছে।

ডলারের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে অন্যান্য এশীয় মুদ্রাও লাভবান হয়েছে। মালয়েশিয়ার রিঙ্গিত ২০১৮ সালের পর সর্বোচ্চ অবস্থানে উঠেছে এবং দক্ষিণ কোরিয়ার ওন প্রায় তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা উল্লেখ করছেন, সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক সাধারণত সুদের হার নয়, বরং মুদ্রার বিনিময় হার ব্যবস্থাপনায় বেশি গুরুত্ব দেয়। দেশটির স্থিতিশীল অর্থনৈতিক নীতি, শক্তিশালী শেয়ারবাজার এবং নির্ভরযোগ্য সরকারি বন্ড বাজার বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে।

এর ফল হিসেবে গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে সিঙ্গাপুর ডলারের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও সিঙ্গাপুরের ধারাবাহিক ও স্থিতিশীল নীতি ভবিষ্যতেও দেশটির মুদ্রাকে শক্ত অবস্থানে ধরে রাখতে সহায়ক হবে।

সূত্র: দ্য বিজনেস টাইমস

এসআর

ফিলিপাইনে ফেরিডুবি, নিহত বেড়ে ১৮

মিয়ানমারে নির্বাচনে সেনা-সমর্থিত দলের বিজয় দাবি

ফিলিপাইনে ফেরি ডুবে নিহত ১৫, বহু যাত্রী নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১০, নিখোঁজ ৮০

দড়ি ছাড়াই তাইপেই ১০১-এ আরোহণ, ইতিহাস গড়লেন অ্যালেক্স হোনল্ড

মিয়ানমারে চলছে শেষ দফার ভোট, বড় জয়ের পথে জান্তাসমর্থিত দল

পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়াতে বললেন সানাউল্লাহ

ইরানে দুই সপ্তাহের ইন্টারনেট বন্ধে অসন্তোষ বাড়বে: প্রেসিডেন্টের ছেলে

তীব্র তুষারপাত ও বৃষ্টিতে আফগানিস্তানে নিহত বেড়ে ৬১

আফগানিস্তানে তীব্র শীতে স্বাস্থ্যঝুঁকিতে ২ লাখ ৭০ হাজার শিশু