হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুই বছর পর রাফাহ ক্রসিং খুলে দিচ্ছে ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

রোববার থেকে গাজার রাফাহ সীমান্ত ক্রসিংটি পুনরায় খুলে দিচ্ছে ইসরাইল। দুই বছর বন্ধ থাকার পর সীমিত আকারে মানুষ চলাচলের অনুমতি দেওয়া হবে। ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘যুদ্ধবিরতি চুক্তি এবং রাজনৈতিক মহলের নির্দেশ অনুসারে রাফাহ ক্রসিংটি আগামী রোবার (১ ফেব্রুয়ারি) উভয় দিকেই সীমিত আকারে মানুষের চলাচলের জন্য খোলা হবে।’

এতে আরো বলা হয়, ক্রসিং থেকে প্রস্থান এবং গাজায় প্রবেশ মিশরের সঙ্গে সমন্বয় করা হবে এবং ইউরোপীয় ইউনিয়নের একটি মিশনের তত্ত্বাবধানে ইসরাইলের পূর্ব নিরাপত্তা ছাড়পত্র প্রয়োজন হবে।

সেনাবাহিনী জানায়, পুনরায় খোলার পর মিশরের সঙ্গে সমন্বয় করে এবং ইসরাইলি নিরাপত্তা অনুমোদন সাপেক্ষে যুদ্ধের সময় গাজা ছেড়ে যাওয়া বাসিন্দাদের ফিরে আসার অনুমতি দেওয়া হবে। ফিলিস্তিনি বা মিশরীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২৪ সালের মে মাসে ইসরাইলি বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বন্ধ থাকা এই ক্রসিং অক্টোবরে সম্পাদিত প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আওতায় খোলার কথা ছিল। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ শেষ জিম্মির লাশ উদ্ধার না হলে খোলা হবে না বলে শর্ত দিয়েছিল। ফলে কার্যকরভাবে কয়েক মাস ধরে চুক্তি বাস্তবায়ন বিলম্বিত হয়।

আরএ

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১২

মার্কিন রণতরির কাছে সামরিক মহড়া চালানোর ঘোষণা ইরানের

ইরানের প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি

আলবেনিয়ার প্রধানমন্ত্রীর ইসরাইল সফরের প্রতিবাদে তিরানায় বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য ও সমতাভিত্তিক’ আলোচনায় রাজি ইরান

ইসরাইল ও সৌদির কাছে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ একাধিক কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইরান-তুরস্ক সমন্বয় জরুরি: আরাগচি

আকাবা উপসাগরে নোঙরে প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ

কিউবায় তেল বিক্রি করলেই শুল্ক আরোপ: হুমকি ট্রম্পের