হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে সরকার পরিবর্তন হলে নেতৃত্ব কে নেবে?

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে পুনরায় সতর্ক করার কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন সিনেট সদস্য এবং ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি মার্কো রুবিও ইরানে সম্ভাব্য সরকার পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন। তিনি জানান, যদি ইরানের সর্বোচ্চ নেতা আইয়াতুল্লাহ আলি খামেনি ক্ষমতা হারান, তবে কে নেতৃত্ব নেবে তা জানা কঠিন।

সিনেটে দেওয়া বক্তব্যে রুবিও উল্লেখ করেছেন, ইরানে সরকার পরিবর্তন জোরপূর্বক আনা ভেনেজুয়েলার পরিস্থিতির মতো সরল নয়, যেখানে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করেছিল। তিনি বলেন, “এটি কোনো ফ্রোজেন ডিনারের মতো নয়, যা মাইক্রোওয়েভে ২ মিনিট ৩৫ সেকেন্ডে গরম করলে খাওয়ার মতো হয়ে যায়। এগুলো জটিল বিষয়।”

রুবিও আরও বলেন, “কেউ জানে না ইরানের সুপ্রিম লিডার ক্ষমতা হারালে কে নেতৃত্ব নেবে। সরকারের পতনের পর কী হবে, তার সহজ উত্তর নেই।” তিনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিরক্ষা পদক্ষেপের কথাও উল্লেখ করেন এবং বলেন, প্রয়োজন হলে আগাম পদক্ষেপ নিয়ে আক্রমণ প্রতিহত করা হতে পারে, যা অঞ্চলে থাকা মার্কিন সেনা ও সহযোগী স্থাপনার নিরাপত্তার জন্য প্রযোজ্য। তবে তিনি আশা প্রকাশ করেন, “এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব।”

ট্রাম্প বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি তেহরানকে আলোচনার টেবিলে ফেরার জন্য ত্বরান্বিত করেছেন এবং পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন।

ইরান এই সতর্কবার্তার পর মার্কিন হুমকি প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, “হুমকির পরিবেশে কোনো আলোচনা সম্ভব নয়।” তিনি আরও সতর্ক করেছেন যে, মার্কিন সামরিক পদক্ষেপের ক্ষেত্রে তারা তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। কিছু ইরানি কর্মকর্তা উল্লেখ করেছেন, যেকোনো হামলা বড় সংঘাতের সূচনা করতে পারে, যেখানে মার্কিন স্বার্থ ও অঞ্চলের সহযোগীরাও লক্ষ্য হতে পারে।

বর্তমানে দুই পক্ষই অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেয়নি। যুক্তরাষ্ট্র চায়, ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা বন্ধে চুক্তি হোক। আর তেহরান বলছে, তারা শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে এবং কোনো হুমকিপূর্ণ পরিবেশে আলোচনা করবে না।

উল্লেখ্য, জুন ২০২৫-এ মার্কিন বাহিনী ইসরাইলের সঙ্গে যৌথভাবে একাধিক ইরানি পারমাণবিক ক্ষেত্র লক্ষ্য করে হামলা চালায়, যা তেহরানের পারমাণবিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।

এসআর

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরাইলের পূর্ণ প্রত্যাহার জরুরি

গ্রেপ্তার এড়াতে গোপনে চিকিৎসা নিচ্ছেন ইরানের বিক্ষোভকারীরা

ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিশ্চিতে জাতিসংঘের প্রতি ওআইসির আহ্বান

রেকর্ড দরপতনে ইরানি রিয়াল, এক ডলারে ছাড়াল ১৬ লাখ ২০ হাজার

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক করল তুরস্ক

ইরানের স্থিতিশীলতা আঞ্চলিক নিরাপত্তার জন্য জরুরি: তুরস্ক

শান্তি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ঘোষণা, চীন-রাশিয়াসহ বাদ পড়ল যারা

আসাদ প্রত্যর্পণ ইস্যুর মধ্যেই মস্কোতে পুতিন-শারার সাক্ষাৎ

পশ্চিম তীরে ইসরাইলের আটক অভিযানে ফিলিস্তিনি যুবকের মৃত্যু

বন্দী পাওয়ার পর সুর পাল্টে যুদ্ধবিরতি নিয়ে যা বলল ইসরাইল