
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত মাদরাসা ছাত্র
নিহত ওসমান (১৯) পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার উত্তরীপাড়া গ্রামের বাসিন্দা বিল্লাল হাওলাদারের ছেলে। তিনি টেকেরহাটের শাহাবুদ্দিন আহমেদ মোল্লা কমপ্লেক্সের পেছনে অবস্থিত মাছের আড়তসংলগ্ন বায়তুন নূর ক্যাডেট মাদরাসার ছাত্র।























