
হ্যান্ডকাফ নিয়েই পালালো আবু সাইদ হত্যা মামলার আসামি
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রত্যক্ষদর্শী দম্পতি জানান,“মাগরিবের নামাজের পর কয়েকজন পুলিশ সদস্য লিটনের বাড়িতে আসেন। কিছুক্ষণ পর কোলাহল শুনে আমরা সামনে গিয়ে দেখি, পুলিশ লিটনকে ধরে রেখেছে এবং তার হাতে হ্যান্ডকাফ রয়েছে।























