হোম > সারা দেশ > রাজশাহী

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত ইবতেদায়ী শিক্ষার্থীরা

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

ছবি: আমার দেশ।

নতুন বছরের প্রথম দিনেই পাঠ্যবই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার ৩৯ টি সংযুক্ত ও ৩৪টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় একযোগে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই শিক্ষার্থীরা নতুন বই সংগ্রহ করতে মাদ্রাসা প্রাঙ্গণে ভিড় করে। রঙিন মলাটের নতুন বই হাতে পেয়ে তাদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। শিক্ষক ও অভিভাবকরাও সরকারের সময়মতো বই বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বছরের প্রথম দিনেই বই পাওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে এবং শিক্ষাবর্ষের শুরু থেকেই নিয়মিত পাঠদান নিশ্চিত করা সহজ হবে।

উপজেলার কয়েকটি ইবতেদায়ী মাদ্রাসার অভিভাবকরা বলেন, শিক্ষাবর্ষের শুরুতেই বিনামূল্যে বই পাওয়ায় আমাদের সন্তানদের পড়াশোনায় উৎসাহ বাড়ে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক বলেন, বছরের প্রথম দিনেই নবাবগঞ্জ উপজেলার সকল সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সময়মতো বই পাওয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী প্রাথমিক ও ইবতেদায়ী পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিবছর বছরের প্রথম দিনেই বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়ে থাকে। নবাবগঞ্জ উপজেলাতেও সেই ধারাবাহিকতায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে বই বিতরণ সম্পন্ন হয়েছে।

গণ অধিকারের প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল

দল-মতের ঊর্ধ্বে ওঠে ১৮ কোটি মানুষের নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া

স্থাবর সম্পত্তি নেই হান্নান মাসউদের, বাৎসরিক আয় ৬ লাখ টাকা

খানসামায় এক বছরে ৩০ জনের অপমৃত্যু

প্রার্থিতা ‘বাতিল’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান যশোর-২ আসনের জামায়াত প্রার্থীর

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আ.লীগের দুই নেতাসহ ৭ জন গ্রেপ্তার

জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত: ডা. তাহের

টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথবাহিনীর তল্লাশি

কুমিল্লায় ২ কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

চট্টগ্রাম-১১ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৮