হোম > সারা দেশ > বরিশাল

খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোক প্রকাশের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

সকাল থেকেই ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট, পত্তাশী, ঘোষেরহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজারে দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। অনেক মার্কেটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক প্রকাশ করা হয়।

ইন্দুরকানী বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহিদুল ইসলাম জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়ে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো জানান, দিনভর সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, ২০০২ সালের ২১ এপ্রিল বেগম খালেদা জিয়া ইন্দুরকানী উপজেলায় উপস্থিত থেকে তৎকালীন জিয়ানগর উপজেলাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী রাখা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা জানাতে তার মৃত্যুতে ইন্দুরকানীর সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

গণ অধিকারের প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল

দল-মতের ঊর্ধ্বে ওঠে ১৮ কোটি মানুষের নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া

স্থাবর সম্পত্তি নেই হান্নান মাসউদের, বাৎসরিক আয় ৬ লাখ টাকা

খানসামায় এক বছরে ৩০ জনের অপমৃত্যু

প্রার্থিতা ‘বাতিল’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান যশোর-২ আসনের জামায়াত প্রার্থীর

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আ.লীগের দুই নেতাসহ ৭ জন গ্রেপ্তার

জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত: ডা. তাহের

টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথবাহিনীর তল্লাশি

কুমিল্লায় ২ কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

চট্টগ্রাম-১১ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৮