আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদুরিয়া ইউনিয়ন শাখার আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত।
রোববার (৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর বাজার এলাকা থেকে এ শোভাযাত্রা শুরু হয়।
অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় সমর্থক ও যুব সমাজের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতিহারা-ভাদুরিয়া গুরুত্বপূর্ণ এলাকাগুলো অতিক্রম করে আবার ভাদুরিয়া স্কুল এন্ড কলেজে এসে শেষ হয়।
এসময় জামায়াত মনোনীত দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম শোভাযাত্রায় নেতৃত্ব দেন। তিনি বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। শান্তি, ন্যায়বিচার ও জনকল্যাণ-ভিত্তিক সমাজ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের ধাপেই আজকের এই গণ-উদ্যোগ।
শোভাযাত্রায় নেতারা দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে জনগণ দলীয় প্রতিহিংসা, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানান এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।