হোম > সারা দেশ > খুলনা

বিএনপি সাধারণ সম্পাদকের বিচার চেয়ে আদালতে মহিলা দল সভাপতি

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন মহিলা দল নেত্রী রাশিদা রহমান (৭০)। তিনি জেলা মহিলা দলের সভাপতি। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা, নানা সময়ে অপমান-অপদস্ত করা, ক্ষিপ্ত হয়ে মারতে উদ্যত হওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় এ অভিযোগ করেন রাশেদা।

রোববার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দেন তিনি। রাশিদা যশোরের শাহ আব্দুল করিম রোডের আর দেলোয়ার হোসেন খোকন ধর্মতলা মোড়ের বাসিন্দা।

আদালতে দেওয়া অভিযোগে রাশিদা উল্লেখ করেন, দেলোয়ার হোসেন খোকন রাজনৈতিকভাবেই হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময়ে তাকে অপমান-অপদস্থ করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে জেলা মহিলা দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। একটি অঙ্গসংগঠনের সভাপতি হওয়ায় তিনি সব অপমান মুখ বুঝে সহ্য করে আসছেন। গত ৮ নভেম্বর যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি ভবনের দ্বিতীয় তলায় সভা ছিল। বেলা সাড়ে ১২টায় সভা শুরুর আগে উপস্থিতদের মধ্যে বিভিন্ন কথাবার্তা হচ্ছিল।

সেখানে যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা গোলাম রেজা দুলু, পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসহক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কথা-বার্তার একপর্যায়ে দেলোয়ার হোসেন খোকন তাকে মারতে তেড়ে আসেন এবং বলেন, ‘বেয়াদব, নষ্ট মহিলা, মেরে তোর আর তোর ছেলের পা...র চামড়া তুলে নেব। ৪৮ ঘণ্টার মধ্যে তোর আর তোর ছেলেকে পুলিশ দিয়ে তুলে আনবো।’

পিটিশনে বলা হয়, তখন উপস্থিত লোকজনের হস্তক্ষেপে দেলোয়ার হোসেন খোকন নিবৃত হন। তবে হুমকি দিয়ে বলেন, ‘এ বিষয়ে কোনো মামলা করলে তোকে খুন করে ফেলবো।’

রাশিদার ভাষ্য, লোকজনের সামনে এই ঘটনায় ভীষণ লজ্জিত ও অপমানিত হন। এর একটা বিহিত করতে ঘটনাস্থল থেকে ফিরে তিনি কোতোয়ালি থানায় যান মামলা করতে। কিন্তু থানা পুলিশ মামলা না নিয়ে আদালতের দ্বারস্থ হতে পরামর্শ দেয়। সেই মোতাবেক তিনি রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি পিটিশন দাখিল করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনুকুমার মণ্ডল নালিশি অভিযোগটি আমলে নেন এবং তদন্ত করে আগামী বছরের ৭ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশের ওসিকে নির্দেশ দেন।

এই বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপি সেক্রেটারি দেলোয়ার হোসেন খোকন বলেন, আমি তাকে (রাশিদা রহমান) বকাবকি করেছি, এটা সত্য। তার ছেলেরা যা করে বেড়ায়, তা তো সবাই জানে। দলের স্বার্থে সেক্রেটারি হিসেবে কাউকে বকাবকি করলে মামলা হয়, এটা তো কোনোদিন শুনিনি। যাই হোক, তিনি সংক্ষুব্ধ হয়ে আদালতের আশ্রয় নিয়েছেন। এখন আমার আর বলার কিছুই নেই।

গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার

গৌরীপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

বিএনপি নেতা তোতা চেয়ারম্যানের খুনিদের নিয়ে ধানের শীষের প্রচারণা

সুনামগঞ্জের ধোপাজান নদীতে বন্ধ বালু উত্তোলন

ইউনিয়ন আ. লীগ সভাপতি গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান পলাতক, দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যান

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বৃত্তি মহৎ উদ্যোগ

খাগড়াছড়ি কারাগার থেকে দুই আসামির পলায়ন, একজন আটক

পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর