হোম > সারা দেশ > রংপুর

ইউপি চেয়ারম্যান পলাতক, দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যান

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা উপজেলার ৩নং সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ. লীগের সভাপতি মোশারফ হোসেন সুইট গত এক বছর যাবৎ পলাতক থাকায় জন ভোগান্তির সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে নাগরিক সেবা ব্যাহত হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে সংরক্ষিত মহিলা সদস্যা রোজিনা বেগমকে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা সহ বেশ কিছু মামলা থাকায় গত এক বছর যাবৎ সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোন কার্যক্রমে অংশগ্রহণ করেন না। দীর্ঘদিন তিনি পলাতক থাকায় দিন দিন নাগরিক সেবা থেকে বঞ্চিত হতে থাকেন এলাকার লোকজন।

উত্তর সাতালিয়া গ্রামের বাসিন্দা আতিকুর রহমান জানান, চেয়ারম্যান পরিষদের না এসে দীর্ঘদিন থেকে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে নদী পারের জমি দখল, বালু লুটপাট ও ইউনিয়নের সাধারণ মানুষকে হয়রানিরও অভিযোগ রয়েছে। গত এক বছর ধরেই তাকে অপসারণ ও বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বলেও জানান ইউনিয়নের বাসিন্দারা।

সম্প্রতি এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করা হয়। ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা বেগম বলেন, অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের অফিসের স্থানীয় বিভাগ থেকে তদন্ত অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে আমাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল জানান, ওই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে পরিষদের রেজুলেশন অনুযায়ী একজন সদস্যকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কথা হলে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম জানান, চেয়ারম্যান অনুপস্থিত থাকলে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী ওই পরিষদের যাকে প্যানেল চেয়ারম্যান করা হয়েছিল তিনিই দায়িত্ব গ্রহণ করবে।

ভারতীয় আধিপত্য বিরোধী সংসদ গঠিত হোক: হাসনাত

গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার

গৌরীপুরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

বিএনপি নেতা তোতা চেয়ারম্যানের খুনিদের নিয়ে ধানের শীষের প্রচারণা

সুনামগঞ্জের ধোপাজান নদীতে বন্ধ বালু উত্তোলন

ইউনিয়ন আ. লীগ সভাপতি গ্রেপ্তার

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বৃত্তি মহৎ উদ্যোগ

খাগড়াছড়ি কারাগার থেকে দুই আসামির পলায়ন, একজন আটক

পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর