হোম > সারা দেশ > রংপুর

মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এটিএম আজহার

রংপুর অফিস

ফ্যাসিস্ট আওয়ামী লীগ পতনের ১৬ বছর পর রংপুরের বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর ২ আসনের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।

সকাল ১০টা থেকে ১১টি ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষকবৃন্দ দায়িত্বশীলভাবে কাজ করেন। উপজেলার মোট ১ হাজার ৩০০ শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষার অংশগ্রহণ করেন।

মেধাবৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে এটিএম আজহারুল ইসলাম প্রতিটি পরীক্ষার কক্ষ ঘুরে দেখেন, পরীক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তদারকি শিক্ষকদের নির্দেশনা দেন।শিক্ষার্থীদের মনোযোগ ও পরীক্ষার সুষ্ঠু আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতাকর্মী ও বিদ্যালয়ের সকল শিক্ষককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সুশৃঙ্খল পরীক্ষা পরিচালনার পরামর্শ দেন।

মেধাবৃত্তি পরীক্ষার দায়িত্ব থাকা উপজেলা শিবিরের সভাপতি মোজাহিদুল ইসলাম জানান, কিশোর কন্ঠ ফাউন্ডেশন এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণীর থেকেই দশম শ্রেণী পর্যন্ত স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য এ পরীক্ষা আয়োজন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অনিয়মের ঘটনা ঘটেনি। পরিদর্শক দলের আগমন বিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করেছে ও শিক্ষার্থীদের উৎসাহিত করেছে।

কেন্দ্র সচিব অধ্যক্ষ শোয়েবুর রহমান বলেন, বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মেধা যাচাইয়ে কিশোর কন্ঠ মেধা বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকেন। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষার্থীদের কিশোর কণ্ঠ মেধাবৃত্তি দেওয়া সম্ভব হয়নি। হাসিনা দেশ থেকে পলানোর ১৬ বছর পর আজকে রংপুর জেলায় একযোগে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষায় রংপুরের ৮ উপজেলার ১৩ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে তিনি জানান।

মেঘনায় তীর রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি ভাঙন আতঙ্কে এলাকাবাসী

জমি অধিগ্রহণ জটিলতায় ত্রিশালে খিরু নদীতে সেতুর কাজ বন্ধ

পাঁচ বছর বন্ধ সেতাবগঞ্জ চিনিকল নষ্ট হচ্ছে শতকোটি টাকার যন্ত্রপাতি

টাকা আত্মসাতের মিথ্যা মামলায় বিপর্যস্ত যুবকের জীবন

বঙ্গবন্ধু পরিষদের নেতা এখন সোনালী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি

শতাধিক দেশে যাচ্ছে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই

গ্রাহকের ২০ কোটি টাকা মেরে ভারতে রঞ্জন মণ্ডল

মেম্বারের বাড়িতে দুদিন ধরে পেটানোর পর যুবকের মৃত্যু

আগামী সংসদ নির্বাচনে কয়েদিরাও ভোট দিতে পারবেন

আশুলিয়া থেকে বিপুল অস্ত্র গুলি উদ্ধার, গ্রেপ্তার ৭