আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনের মধ্যে একটি আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। জেলার ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে ভান্ডারিয়া উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য মাহমুদ হোসেন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর আগে, মাহামুদ ২০২৩ সালে জাতীয় পার্টি (জেপি, মঞ্জু) থেকে বিএনপিতে যোগ দেন বিএনপিতে যোগ দিয়ে তিনি বিএনপির মনোনয়নের আশায় ব্যাপক গণসংযোগও করেছিলেন।
এ ব্যাপারে তিনি প্রতিনিধিকে জানিয়েছেন, তার মনোনয়নপত্র দাখিলে বিএনপির বেশকিছু নেতার সমর্থন রয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম খানের সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান পিরোজপুর-২ আসনে মাহামুদ হোসেনের মনোনয়নপত্র দাখিল দল বিরোধী। একাজ করে সে দলীয় গঠনতন্ত্র অমান্য করেছে।