হোম > সারা দেশ > রংপুর

খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় কৃষকদল নেতাকে মারপিট

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের পাতিলবাড়ি চরে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় কৃষকদল নেতার মুদিখানায় হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে।

হামলার শিকার হলদিয়া ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ও ব্যবসায়ী শাহজাহান মন্ডলকে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এলাকার লোকজন জানান, গত বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে একই এলাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ফরিদ মির্জা জনসম্মুখে কটূক্তিমূলক মন্তব্য করেন। প্রকাশ্যে এমন কটূক্তির প্রতিবাদ করেন উপস্থিত জাতীয়তাবাদী কৃষকদলের হলদিয়া ইউনিয়ন কমিটির সদস্য সচিব শাহজাহান মন্ডল।

এ সময় কাটাকাটির একপর্যায়ে ফরিদ মির্জা সহ তার লোকজন শাহজাহানের মুদিখানায় অতর্কিত ভাবে হামলা চালায় ও মারপিট করে। এতে আহত হলে শাজাহান মন্ডলকে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলী জানান, ম্যাডামের মৃত্যু নিয়ে কটূক্তি করায় শাহজাহান মন্ডল প্রতিবাদ করেছে। সে কারণে তার উপর হামলা চালিয়ে মারপিট করে। সাঘাটা থানার ওসি মাহমুদুল আলম বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

গণ অধিকারের প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন বাতিল

দল-মতের ঊর্ধ্বে ওঠে ১৮ কোটি মানুষের নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া

স্থাবর সম্পত্তি নেই হান্নান মাসউদের, বাৎসরিক আয় ৬ লাখ টাকা

খানসামায় এক বছরে ৩০ জনের অপমৃত্যু

প্রার্থিতা ‘বাতিল’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান যশোর-২ আসনের জামায়াত প্রার্থীর

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আ.লীগের দুই নেতাসহ ৭ জন গ্রেপ্তার

জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত: ডা. তাহের

টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথবাহিনীর তল্লাশি

কুমিল্লায় ২ কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

চট্টগ্রাম-১১ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৮