হোম > সারা দেশ > বরিশাল

সরকারি জমি জবরদখল করে শ্রমিক লীগ নেতার বাড়ি

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

ভোলার তজুমদ্দিনে সরকারি খাস জমিতে প্রভাব খাটিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতির বিরুদ্ধে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাঘাতসহ অর্ধশতাধিক পরিবারের যাতায়াতে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা।

এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করেন রফিজল নামের এক ভুক্তভোগী।

সরেজমিন তদন্ত ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সোবাহান চৌকিদারের বাড়ি সংলগ্ন এসএ ১নং খতিয়ানের ১৯৩৫নং দাগের খাস জমিতে জোরপূর্বক বাড়ি বানিয়ে থাকছেন ওই ওয়ার্ডের শ্রমিক লীগ সভাপতি ফরিদ উদ্দিন।

এতে একদিকে যেমন বিঘ্নিত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা অন্যদিকে ব্যাহত হচ্ছে গ্রামের শত শত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বাড়ি নির্মাণকালে স্থানীয় লোকজন বাধা দিলে নিয়মনীতির তোয়াক্কা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৈরি করেন দেয়াল ঘর।

পতিত সরকারের আমলে ফরিদ উদ্দিনের ভয়ে কেউ অভিযোগ দিতে সাহস করেনি বলে জানান রফিজলসহ স্থানীয়রা। তারা দ্রুতই সরকারি জমি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত শ্রমিক লীগ নেতা ফরিদ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি খাস জমিতে ঘর নির্মাণের বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, এর পূর্বেও অনেক সাংবাদিক এসেছে, বহু তদন্ত হয়েছে এবং এগুলো মিটমাট করে এসেছি। এক পর্যায়ে তিনি সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টাও করেন।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের কাছে জানতে চাইলে, তিনি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান

বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফ্যাসিবাদ নির্মূল করতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

পাথরঘাটায় ইউএনওকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

পিরোজপুর-২ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরে নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ

সড়কে প্রাণ গেলো আমার দেশ প্রতিনিধির মেয়ের