হোম > সারা দেশ > বরিশাল

নির্বাচন ডিসেম্বর বা এপ্রিলে হোক বিএনপি প্রস্তুত: হাফিজ ইব্রাহিম

উপজেলা প্রতিনিধি, দৌলতখান (ভোলা)

বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে সম্ভবত নির্বাচনর তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। বৈঠকে হয়তো আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরে বা এপ্রিলে হতে পারে। জাতীয় নির্বাচন যে সময়ই হোক আমরা প্রস্তুত। বিএনপি নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছে। তারেক রহমানের নির্দেশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গ্রাম থেকে গ্রাম বাড়ি থেকে বাড়ি গিয়ে প্রত্যেক মানুষের হাতে প্রচার পত্র পৌঁছে দিচ্ছেন।

বুধবার বিকেলে ভোলার দৌলতখান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল অডিটরিয়মে উপজেলা শ্রমিকদলের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ ইব্রাহিম আরও বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর এলাকায় অনেক স্কুল কলেজ মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। স্বাস্থ্যসেবায় হাসপাতাল ও রাস্তাঘাটের উন্নয়নসহ নদী ভাঙন রোধে মেঘনার তীর সংরক্ষণে সিসি বল্ক স্থাপন করেছি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে এলাকায় গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপন করে যুবকদের বেকারত্ব দূর করে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন, কৃষক দলের উপজেলা সভাপতি আলমগীর হোসেন মাস্টার, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান

বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফ্যাসিবাদ নির্মূল করতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

পাথরঘাটায় ইউএনওকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

পিরোজপুর-২ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরে নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ

সড়কে প্রাণ গেলো আমার দেশ প্রতিনিধির মেয়ের