সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের রায় ঘোষণার পর স্বস্তি প্রকাশ করেছেন পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসীম উদ্দিনের বাবা।
গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানী ঢাকার মোহাম্মদপুর চৌরাস্তায় পুলিশের গুলিতে নিহত শহীদ জসিমের বাবা সোবহান হাওলাদার এই রায় শুনে অশ্রুসিক্ত কণ্ঠে নিজের অনুভূতি ব্যক্ত করেন।
পটুয়াখালীর দুমকি পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সোবহান হাওলাদার শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের রায় দেয়ায় সন্তোষ প্রকাশ করে আমার দেশকে বলেন, ‘আল্লাহ উচিত বিচার করেছেন। এখন হাসিনারে দেশে আইনা ফাঁসি দিলে আমার ছেলের আত্মা শান্তি পাইবে। মৃত্যুদণ্ডের রায়ে মনে করি সঠিক বিচার পেয়েছি।’
প্রসঙ্গত, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে মোহাম্মদপুর চৌরাস্তায় পুলিশের গুলিতে প্রাণ হারান জসিম হাওলাদার।