প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ভোলার দৌলতখানের তাহিয়া তাবাচ্ছুমকে উত্তরায় দাফন করা হয়েছে। তাকে কামারপাড়ার রাজাবাড়ি পুকুরপাড় জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
নাদিয়া মাইলস্টোনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার ছোটো ভাই আরিয়ান আশরাফ নাফি (৭) ওই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছে।
তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার নুর মিয়ার হাট সংলগ্ন দক্ষিণ জয়নগর গ্রামের মোফাজ্জল হোসেন হাওলাদার বাড়ি । বাবা আশরাফুল ইসলাম নিরব একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার।
নাদিয়ার দাদা প্রবীণ শিক্ষক আলতাফ হোসেন মাস্টার জানান, নাদিয়াকে হারিয়ে আমরা শোকে হত বিহব্বল হয়ে পড়েছি।
ঢাকা থেকে নাদিয়ার চাচা হুমায়ুন হাওলাদার জানান, জোহরের নামাজের পর আড়াইটার দিকে জানাজা শেষে ঢাকার উত্তরায় কামার পাড়া রাজাবাড়ি পুকুর পাড় নানা বাড়ির জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।