নিখোঁজের ২৯ ঘণ্টা পর ঢাকাগামী ‘ফারহান-৩’ লঞ্চ থেকে পড়ে যাওয়া ভোলার তজুমদ্দিনের যুবক লোকমানের (২৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জের মোল্লাচর এলাকায় ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
লোকমান ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোতা মিস্ত্রিবাড়ির বাসিন্দা। তার পিতার নাম রফিকুল ইসলাম।
পরিবার সূত্রে জানা যায়, লোকমান স্ত্রী ও সন্তানকে নিয়ে ‘ফারহান-৩’ লঞ্চে ঢাকা যাচ্ছিলেন। মুন্সিগঞ্জের কাছাকাছি পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে কয়েকবার বমি করেন। পরে বমি করতে করতে লঞ্চের কিনারায় গিয়ে বসলে একপর্যায়ে নদীতে পড়ে যান।
লঞ্চের তিনতলা থেকে এক যাত্রী চিৎকার করলে সঙ্গে থাকা তার চাচাতো ভাই বিষয়টি বুঝতে পারেন। তারা নিচে নেমে গিয়ে লোকমানের জুতা খুঁজে পান। এরপর লঞ্চ কর্তৃপক্ষকে জানানো হলে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীকে অবহিত করা হয়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়কসহ কয়েকজন যাত্রী সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেও লঞ্চ কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়। পরে এটি নিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের যৌথ ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। ২৯ ঘণ্টা পর লোকমানের লাশ উদ্ধার করা হয় মোল্লাচর এলাকার ধলেশ্বরী নদী থেকে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।