হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে নারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু!

স্টাফ রিপোর্টার, বরিশাল

বরিশালে প্রেমিকার ছুরির আঘাতে মাসুদুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহত মাসুদের ভাই মাহফুজুর রহমান দাবি করেছেন, ব্যবসার দুই লাখ টাকা ছিনিয়ে নিতে তাকে ছুরিকাঘাত করেছে শান্তা।

ওসি মিজান বলেন, বুধবার রাতে নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার একটি বাসায় মাসুদকে ছুরিকাঘাত করা হয়। এরপর শান্তাকে আটক করা হয়েছিল। তখন মাসুদ দুর্ঘটনায় জখম হয়েছেন বলে জানালে শান্তাকে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে অভিযোগ করবেন না বলেও জানান

মাসুদ।

তিনি আরো জানান, মাসুদের সঙ্গে শান্তার পরকীয়া সম্পর্ক ছিল। তাই মাসুদ বিষয়টি চেপে যেতে চেয়েছেন। এখন যেহেতু তার মৃত্যু হয়েছে, আমরা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেবো।

নিহত মাসুদুর রহমান (৪৫) বরিশাল নগরীর নতুন বাজার টেম্পুস্ট্যান্ড এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি ওই এলাকায় বেকারির ব্যবসা করতেন। অভিযুক্ত শান্তা নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার শওকত মোল্লার মেয়ে।

মাহফুজুর রহমান জানান, তার বড় ভাই মাসুদুর রহমানের বেকারির ব্যবসা রয়েছে। স্ত্রীর মৃত্যুর পরে মাসুদ শান্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বুধবার বেকারির মালামাল আনার জন্য ২ লাখ টাকা নিয়ে মাসুদ বের হন। তখন শান্তা ফোন করে মাসুদকে বাসায় নিয়ে যায়। এরপর শান্তা ও তার ভাই লোকমান হোসেন ওই টাকা নেয়ার জন্য জোরাজুরি করলে মাসুদ টাকা দিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে শান্তা তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে স্থানীয়রা খবর দিলে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় মাসুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

এদিকে ঘটনার পর থেকেই শান্তা আত্মগোপনে রয়েছেন।

বরগুনা-১ আসনে নির্বাচনি প্রচারে ব্যস্ত প্রার্থীরা

ছাত্রের মাকে কুপ্রস্তাবের অভিযোগ, জামায়াত নেতার পদ স্থগিত

ডাক্তার, ওষুধ ও শয্যা সংকটে খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা

চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কামরুজ্জামান, সদস্যসচিব লোকমান

উপদেষ্টা আসার আগেই ব্রিজ উদ্বোধনের অনুষ্ঠান পণ্ড

বরগুনায় ছড়িয়ে পড়েছে নিউমোনিয়া-ডায়রিয়া

ভোলায় দুই স্টেডিয়াম, এক সুইমিংপুল উদ্বোধন

চরফ্যাশনে ২১২ প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে চলছে 'কমপ্লিট শাটডাউন'

ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামালই পেলেন ধানের শীষ

খালেদা জিয়া হচ্ছেন জাতীয়তাবাদের প্রতীক: আব্দুস সোবহান