হোম > সারা দেশ > বরিশাল

তজুমদ্দিনে প্রবাসীর ঘরে চুরির পর আগুন

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

ভোলার তজুমদ্দিনে প্রবাসী ফয়সালের ঘরে চুরির পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও একটি গর্ভবতী ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এসময় ওই কেউ ছিলেন না বলে জানান ক্ষতিগ্রস্তের পরিবার।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তজুমদ্দিন থানা পুলিশ। এর আগে রোববার রাত ১টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে চাপড়াশি বাড়ির পুল সংলগ্ন প্রবাসী ফয়সালের ঘরে চুরির পর এ অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ফয়সালের বসতঘরে সিঁধ কেটে ভেতরে ঢুকে আগুন দেয় দুর্বৃত্তরা, আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে লোকজনের ডাক চিৎকার পেয়ে ছুটে আসেন তারা। পরে স্থানীয় ও তজুমদ্দিন ফায়ার সার্ভিসের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আর,ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

প্রবাসী ফয়সালের স্ত্রী জাহিদা বেগম বলেন, তিনি ওই রাতে বাবার বাড়ি পার্শ্ববর্তী শম্ভুপুর গ্রামের হাজী ওখিলাদ মুন্সী বাড়িতে বেড়াতে যান। রাত দেড়টার দিকে মোবাইলে বাড়ির লোকজনের কাছে খবর পেয়ে ছুটে এসে দেখেন সবকিছু পুড়ে শেষ। এসময় আসবাবপত্রের পাশাপাশি ঘরে বাঁধা অবস্থায় একটি গর্ভবতী ছাগল পুড়ে মারা যায়।

ঘটনাস্থল পরিদর্শন করে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খাঁন বলেন, এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান

বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফ্যাসিবাদ নির্মূল করতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

পাথরঘাটায় ইউএনওকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

পিরোজপুর-২ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরে নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ

সড়কে প্রাণ গেলো আমার দেশ প্রতিনিধির মেয়ের