হোম > সারা দেশ > বরিশাল

কাউখালীতে মাল্টা চাষে সফলতা

রফিকুল ইসলাম, কাউখালী (পিরোজপুর)

ছবি: আমার দেশ

পিরোজপুরের কাউখালীতে দিন দিন বাড়ছে মাল্টা চাষ। কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই ফলের আবাদ। কাউখালীর উৎপাদিত মাল্টার পুষ্টি, স্বাদ, ঘ্রাণ ও রঙ আমদানিকৃত বিদেশি মাল্টার চেয়ে ভালো বলে দাবি কৃষি অধিদপ্তরের। এতে এই মাল্টার চাহিদাও দিন দিন বাড়ছে।

এছাড়া আবহাওয়া ও মাটির গুণাগুণ অনুকূলে থাকায় কৃষিনির্ভর এ জেলায় রয়েছে মাল্টা চাষের ব্যাপক সম্ভাবনা। এখানকার মাল্টা খুবই মিষ্টি ও সুস্বাদু হয়। প্রতিকেজি মাল্টা পাইকারি ১০০-১২০ টাকা দরে বিক্রি হলেও খুচরা বাজারে প্রতিকেজি মাল্টা ১৪০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে বলে কাউখালী মাল্টা চাষিরা জানান ।

কাউখালী সফল উদ্যোক্তা মাল্টা চাষি মীর জিয়া বলেন, এ বছর মণ প্রতি ৩ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ২০০ টাকা করে মাল্টা বাজারে বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত ৮/১০ লাখ টাকার মাণ্টা বিক্রি করা হয়েছে। বাগান থেকে আরো পাঁচ লাখ টাকা মাল্টা বিক্রি করা যাবে। গত বছর মাল্টার দাম কম থাকায় সাত লাখ টাকার মাল্টা বিক্রি করেছি।

কাউখালীর উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার বলেন, মাল্টা চাষে কৃষকরা বেশি লাভবান হচ্ছে। তাই অনেকেই মাল্টা চাষে আগ্রহী হচ্ছে। উপজেলা কৃষি অফিসার সোমা রানি দাস বলেন, এ অঞ্চলের মাটি মাল্টা চাষের জন্য বেশ উপযোগী, মাটির গুণাগুণ ভালো। এখানকার উৎপাদিত মাল্টা স্বাদ, ঘ্রাণও বেশ রসালো।

বরগুনায় বিএনপির সব ইউনিট কমিটি বিলুপ্ত

আমরা মদিনার ইসলামই কায়েম করতে চাই: মুজিবুর রহমান

সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

বরিশালে ‘কমিউনিটি ইম্প্যাক্ট অর্গানিজেশন’ উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

বরিশাল-ভোলা সেতুর নির্মাণের দাবিতে মানববন্ধন

উজিরপুরে ইসলামী আন্দোলন প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

বরিশালে ৮ দলীয় জোটের সমাবেশ, ১০ লক্ষাধিক জনসমাগমের ঘোষণা

পটুয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বরিশালে দোয়া ও মোনাজাত

মুসলিম ইনস্টিটিউটের সম্পত্তি রক্ষায় ‘ওলামা জোট’ গঠন