হোম > সারা দেশ > বরিশাল

আলেম-ওলামাদের সাথে ঐক্যমত্য হতে হবে, না হলে সংঘাত অনিবার্য

বরিশালে ধর্ম উপদেষ্টা

বরিশাল অফিস

ধর্ম উপদেষ্টা আ. ফ. ম খালিদ হোসেন বলেছেন, ইসলাম নিয়ে কোনো মন্তব্য করতে হলে আলেম ওলামাদের সাথে ঐক্যমত্য হতে হবে, না হলে সংঘাত অনিবার্য হয়ে যাবে।

বৃহস্পতিবার দুপুরে বরিশালের চরমোনাই দরবার শরিফে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে উলামা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, একজন মন্ত্রী বা উপদেষ্টা নিয়ে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে না। পার্লামেন্টে ২০০ আসন যদি আদর্শিক দ্বারা হয় তাহলে রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে পারবেন। বর্তমান বিধি যদি পরিবর্তন করতে চান, তাহলে পার্লামেন্টে আদর্শিক, যাদের অন্তরের ভিতরে তাকওয়া আছে সততা আছে তাদের পার্লামেন্টে পাঠাতে হবে।

তিনি বলেন, আলেম ওলামাদের সাথে জনগণের সম্পর্ক আছে। তারা হলো সমাজের শক্তির প্রতীক। সম্পর্কটাকে আরও সুদৃঢ় করতে হবে। আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি। আগামী দিনে নতুন পথের সন্ধান পাবো এবং কোনোক্রমে আর অন্ধকার জগতে আমরা ফিরে যাবো না।

তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা করে জনগণের সেন্টিমেন্টকে উস্কে দেয়ার অধিকার কারও নেই। এসময় চরমোনাই পীর ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, এককভাবে ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় আসলে পরিস্থিতি ভয়াবহ হবে।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমানসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মানুষ নতুন শাড়িতে পুরোনো বউ দেখতে চায় না

ভোলা-বরিশাল সেতুর দাবিতে দৌলতখানে মানববন্ধন

বরগুনায় শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের ফাঁসির আদেশ

বিএনপি জোটের চ্যালেঞ্জ জামায়াতের প্রার্থী ফয়জুল

আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ কেটে নেয়ার অভিযোগ

বরিশালে ৬ জেলায় নতুন পুলিশ সুপার হলেন যারা

প্রথম বারের মতো নারী পুলিশ সুপার পেল বরিশাল

উজিরপুর-বাবুগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

ক্ষতিকর রাসায়নিক দিয়ে আইসক্রিম তৈরি, ফ্যাক্টরি সিলগালা

মনে রাখবেন, দুনিয়ার মোহ-ই সকল অন্যায়ের কারণ: চরমোনাই পীর