হোম > সারা দেশ > বরিশাল

পাঁচ বছরেও শেষ হয়নি আড়পাঙ্গাশিয়া ব্রিজের কাজ

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

টেন্ডার হওয়ার পাঁচ বছর অতিবাহিত হলেও বরগুনার আমতলী–তালতলী আঞ্চলিক মহাসড়কের আড়পাঙ্গাশিয়া খালের ওপর আরসিসি গার্ডার ব্রিজের কাজ আজ পর্যন্ত শেষ হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ৬০ মিটার দীর্ঘ ব্রিজটির নির্মাণের জন্য ২০২০ সালের ৫ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। ব্রিজ নির্মাণের ব্যয় ধরা হয় ৫ কোটি ৭৩ লক্ষ টাকা । লটারির মাধ্যমে মঠবাড়িয়া উপজেলার টিএনএসআই নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণের কাজ পান।

পরবর্তীতে বরগুনার ঠিকাদার মো: সোহাগ মিয়া কাজটি কিনে নেন। ২০২১ সালের ৩০ মার্চ তারিখের মধ্যে ব্রিজের কাজ শেষ করার কথা ছিল। তবে পাঁচ বছর অতিবাহিত হলেও ব্রিজের কাজ শেষ হয়নি। আমতলী থেকে তালতলী উপজেলায় যাতায়াতের জন্য বিকল্প কোনো সড়ক নেই। একমাত্র যাতায়াত পথে দীর্ঘদীন পর্যন্ত আড়পাঙ্গাশিয়া খালের ওপর পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রিজে যাতায়াত করছে কয়েকশত বিভিন্ন ধরনের যানবাহন । পুরাতন ব্রিজ দিয়ে মালামাল নিয়ে কোনো ট্রাক যাতায়াত করতে পারছে না।

আড়পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজা আক্তার বলেন, মাত্র ৬০ মিটারের একটি ব্রিজ নির্মাণে পাঁচ বছর লাগার কথা নয়।

বরগুনার ঠিকাদার মো. সগির হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি আমার দেশকে জানান, ব্রিজ নির্মাণ করতে গিয়ে তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। খালের দুই পাড়ে ৩২০০ কেভি বিদ্যুৎ লাইনের বড় দুটি খুঁটি ছিল। খুঁটি দুটি সরাতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে তাকে। সাড়ে চার লক্ষ টাকা জমা দিয়ে বিদ্যুতের খুঁটি সরানো হয়েছে । খালের দুই পাড়ের মাটি কাটায় বাধা দিয়েছে স্থানীয়রা। ব্রিজটি নির্মাণের জন্য ৩টি স্লাপের মধ্যে দুটি স্লাপের কাজ সমাপ্ত হয়েছে, বাকি স্লাপের কাজ চলমান রয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে ব্রিজের কাজ সমাপ্ত হবে বলে তিনি জানান ।

আমতলী উপজেলা স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী মো: ইদ্রিস আলী হাওলাদার আমার দেশকে বলেন, প্রায় ৭০% কাজ শেষ হয়েছে । ঠিকাদারকে জরুরি ভিত্তিতে ব্রিজের কাজ সমাপ্ত করার জন্য তাগিদ দেয়া হয়েছে। চলতি বছরের শেষের দিকে কাজ শেষ হয়ে যাবে।

খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান

বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফ্যাসিবাদ নির্মূল করতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

পাথরঘাটায় ইউএনওকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

পিরোজপুর-২ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরে নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ

সড়কে প্রাণ গেলো আমার দেশ প্রতিনিধির মেয়ের