হোম > সারা দেশ > বরিশাল

পাঁচ বছরেও শেষ হয়নি সাড়ে ৬ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ

উপজেলা প্রতিনিধি, (মির্জাগঞ্জ) পটুয়াখালী

ঠিকাদারের গাফিলতির কারণে পাঁচ বছরেও শেষ হয়নি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী-রামপুর সেতুর কাজ। সংযোগ সড়ক না করেই কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। এতে ভোগান্তিতে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ ।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, জাইকার অর্থায়নে ২০২০-২১ অর্থবছরে সেতুটি নির্মাণের দরপত্র আহবান করা হয়। যৌথভাবে কাজটি নির্মাণের দায়িত্ব পায় বরিশাল এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি. ও মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। সেতুটি নির্মাণের মোট ব্যয় নির্ধারণ করা হয় ৬ কোটি ৬৪ লাখ ৯০ হাজার ৭৬ টাকা।

জানা গেছে, কাঠালতলী-রামপুর সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। প্রায় লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এ সেতুটি। সেতুটি বাস্তবায়ন না হওয়ায় কমপক্ষে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পড়েছে ভোগান্তিতে । সেতুর তদারকির দায়িত্ব রয়েছেন উপজেলা প্রকৌশল অধিদপ্তর। ২০২৩ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। কিন্তু ঠিকাদারের ধীরগতির কারণে কাজটি পাঁচ বছরেও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বারবার সময় নিয়ে নির্মাণ কাজে কালক্ষেপণ করছেন ঠিকাদার ।

এ বিষয়ে শনিবার বিকেলে সরেজমিনে গেলে মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার বলেন, ঠিকাদার নির্দিষ্ট সময়ের পরও অতিরিক্ত দুই বছর সময় নিয়েও সেতুর কাজ শেষ করতে পারেনি। শেষ করতে আরো কত সময় লাগে জানি না। সংযোগ সড়কের মাটি কেটে দুই পাশে স্তুপ করে রেখেছে। লোকজন চলাচল করতে পারছে না। কাজ বন্ধ রেখে ঠিকাদার সেতু নির্মাণের সকল সরঞ্জামাদি এখান থেকে নিয়ে গেছে।

সেতু নির্মাণের মালামাল দেখভালের দায়িত্বে থাকা মো. ইউনুছ মোল্লা বলেন, ঠিকাদারের পক্ষ থেকে আমি সেতুর মালামাল দেখাশোনার দায়িত্বে আছি। ঠিকাদার কি জন্য কাজ বন্ধ রেখেছেন তা আমি জানি না।

মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের স্বত্বাধিকারী ঠিকাদার মো. আমির সিকদার বলেন, সেতুর দুইপাশের সংযোগ সড়কের জমি নিয়ে একটু ঝামেলা থাকার কারণে কাজ আপাতত বন্ধ রয়েছে। বিষয়টি প্রকল্প পরিচালক স্যারকে জানানো হয়েছে। পিডি স্যার সরজমিনে এসে বিষয়টি সমাধান দিবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী চন্দন কুমার বিশ্বাস বলেন, সেতুর কাজ বাস্তবায়নের জন্য জুন মাস পর্যন্ত ঠিকাদারের সময় ছিল। ঠিকাদারের ধীরগতির কারণে সঠিক সময় সেতুর কাজ শেষ করা সম্ভব হয়নি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান

বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফ্যাসিবাদ নির্মূল করতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

পাথরঘাটায় ইউএনওকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

পিরোজপুর-২ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরে নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ

সড়কে প্রাণ গেলো আমার দেশ প্রতিনিধির মেয়ের