হোম > সারা দেশ > বরিশাল

মুলাদী উপজেলার লক্ষ্মীপুর লঞ্চঘাট উদ্বোধন

স্টাফ রিপোর্টার

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শনিবার সকালে বিআইডব্লিউটিএ কর্তৃক স্থাপিত বরিশাল জেলার মুলাদী উপজেলার লক্ষ্মীপুর লঞ্চঘাটের উদ্বোধন করেছেন।

উদ্বোধন অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, এই লঞ্চঘাট উদ্বোধনের মাধ্যমে এখানকার মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান হলো। এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ যাতায়াত ও উন্নয়নের একটি সেতুবন্ধন। লঞ্চঘাটটি চালু হওয়ায় সরকারি সেবা গ্রহণ সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

উপদেষ্টা আরও বলেন, মুলাদীর এই লঞ্চঘাট চালু হওয়ার ফলে এ এলাকার মানুষের বরিশাল, ভোলা, পটুয়াখালী ও ঢাকার সঙ্গে যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে। পাশাপাশি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ব্যবসা-বাণিজ্যের প্রসারে এই লঞ্চঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নদীমাতৃক বাংলাদেশের অপার সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের প্রতিটি অঞ্চলে সমান উন্নয়ন নিশ্চিত করাই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন উপদেষ্টা।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ নৌপরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তা, বরিশাল জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসআই

আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

হাফেজী মাদরাসায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ

বাংলাদেশকে ব্যর্থ প্রমাণের জন্য চেষ্টা করছে ভারত: মাসুদ সাঈদী

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

কুয়াশায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিএনপি নেতার ছেলের মৃত্যু

বরিশাল- ২ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত

বরিশালে ট্রাকচাপায় নিহত ২

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিতে মনোনয়ন বঞ্চিত বিএনপির তিন নেতা

হাদির নামে নলছিটি লঞ্চঘাটের নামকরণ

মেঘনায় ৩০০ মণ লবণসহ ট্রলার ডুবি