হোম > সারা দেশ > বরিশাল

সড়কে প্রাণ গেলো আমার দেশ প্রতিনিধির মেয়ের

উপজেলা প্রতিনিধি, তজুমদ্দিন (ভোলা)

আমার দেশ’র লালমোহন প্রতিনিধি ও লালমোহন মডেল মাদ্রাসার শিক্ষক আজিম উদ্দিন খানের একমাত্র মেয়ে আজমিরা আমরিন। যার চোখেমুখে ছিলো আকাশছোঁয়া স্বপ্ন। স্বপ্নজয়ী আজমিরা ছোটবেলা থেকে গড়ে ওঠেছেন বাবার আদর্শ ও ধর্মীয় গন্ডির বলয়ে। স্বপ্ন ছিলো স্বামী-সংসারকে আগলে ধরে বাবা-মায়ের ইচ্ছে পূরণ করা।

আর তাই গত ২৮ ডিসেম্বর স্বামীর সদ্য কর্মস্থল লক্ষ্মীপুরে ছোট্ট নীড়ে স্বপ্ন বোণার অদম্য ইচ্ছে নিয়ে রওয়ানা হন। বেলা দুইটায় যাত্রাপথে ভোলার বোরহানউদ্দিনের মানিকার হাট এলাকায় ঘাতক ট্রাক কেড়ে নেয় আজমিরার প্রাণ। মারাত্মক আহত হন, স্বামী রেজাউল এবং ঘটনাস্থলে নিহত হন আরো দুই যাত্রী। মুহূর্তেই পরিবার ও ভোলার মিডিয়া অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

মাত্র ২২ বছর বয়স আর এগারো মাসের বৈবাহিক জীবনের ইতি টানতে হয় করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজপড়ুয়া স্নাতক রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী আজমিরা আমরিনের।

২৯ ডিসেম্বর সকাল ১০টায় পৈতৃক নিবাস লালমোহন এর পেশকার হাওলা গ্রামে জানাজা শেষে সমাহিত করা হয় এ কৃতি শিক্ষার্থীকে।

শোকাহত পরিবারকে সমবেদনা জানান, এলাকার সর্বস্তরের মানুষ। শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে আবেগ্লাফুত হয়ে আমার দেশ এর ভোলা প্রতিনিধি ইউনুছ শরীফ বলেন, বাবার কাধে সন্তানের লাশ বহন করার মতো ভারী পৃথিবীতে আর কিছু নেই, এ সময় আমার দেশ পরিবারের পক্ষ থেকে আজমিরা আমরিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

এছাড়াও শোক প্রকাশ করেন ভোলা- ৩ লালমোহন-তজুমদ্দিন আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুহা.নিজামুল হক নাঈমসহ অন্যান্যরা।

পিরোজপুরে নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ

বিএনপির বঞ্চিত নেতাদের মাঠে নামানো চ্যালেঞ্জ

ঘন কুয়াশায় বরিশালের সঙ্গে বন্ধ সারা দেশের নৌ চলাচল

বরিশালের সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

মির্জাগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

বাকেরগঞ্জ-৬ আসনে মনোনয়নপত্র জমা দিলেন শায়েখে চরমোনাই

সড়ক দুর্ঘটনায় আমার দেশ প্রতিনিধির মেয়েসহ তিনজন নিহত

কনকনে শীতে গৃহবন্দি মানুষ, দিনভর দেখা নেই সূর্যের

পটুয়াখালী-১ আসনে আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

নুরের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী বিএনপির হাসান মামুন