ভোলার তজুমদ্দিনে মাদ্রাসার গেট ভেঙে চুরির পরে অফিস কক্ষে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে উপজেলার পূর্ব গোলকপুর কাছিমুল আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, দুর্বৃত্তদের দেওয়া ওই আগুনে আলমিরাতে থাকা মাদ্রাসার শিক্ষক নিয়োগের কাগজ, শিক্ষার্থীদের সার্টিফিকেট, মার্কশিট ও রেজিস্ট্রেশন কার্ডসহ সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়েছে যায়। এছাড়াও লাইব্রেরির ড্রয়ারে থাকা ২০-২৫ হাজার টাকার হদিস পাওয়া যায়নি।
মাদ্রাসায় নৈশপ্রহরী রুহুল আমিন জানান, আমি রাতে মাদ্রাসার ভবনের নিচে একটি রুমে ঘুমিয়ে ছিলাম। সকালে ফজরের নামাজ পড়তে উঠি, তখন দেখি কেচিগেট খোলা। উপরে গিয়ে লাইব্রেরির তালা খোলা এবং ভিতরে আগুন জ্বলছে। পরে অনেক চেষ্টা করে আগুন নিভাই, তবে মাদরাসার সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আইয়ুব আলী বলেন, মাদরাসার কোচিংয়ের নগদ ২০-২৫ হাজার টাকা শিক্ষকদের জন্য রাখা ছিল, সেই টাকা নিয়ে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এবং আগুন দিয়ে মাদরাসার সকল গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে দিয়েছে।
তজুমদ্দিন থানার এসআই মাসুম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।