ভোলার চরফ্যাশনে আদালত প্রাঙ্গণে এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরনের উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চরফ্যাশন উপজেলা আইনজীবী সমিতি।
বুধবার ১১ টায় চরফ্যাশন (চৌকি) আদালত চত্বরে মানববন্ধন করেন আইনজীবী সমিতির সকল আইনজীবীরা।
মানববন্ধনে আইনজীবীরা বলেন জি আর ৫২ /২৫ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজীব শাহরিয়ারকে গত ৮ ডিসেম্বর দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদের নিচ থেকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের প্রতিবাদে দুইটার দিকে কতিপয় সন্ত্রাসী নিয়ে এডিশনাল পিপি হযরত আলী হিরনের উপর হামলা করে। এ হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট ছিদ্দিক উল্লাহ মাতব্বর, এডভোকেট তরিকুল ইসলাম এডভোকেট সালাউদ্দিন এডভোকেট মারুল হাসান নাবিল সরমান, এডভোকেট রায়হান, এডভোকেট মহিবুল্লাহ প্রমুখ।