হোম > সারা দেশ > বরিশাল

নবম শ্রেণির ছাত্র সওকত ইসলাম সিফাতের যুদ্ধবিমান আবিষ্কার

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সওকত ইসলাম সিফাত তৈরি করেছে দুটি যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (রাডার), মিসাইল ও যুদ্ধজাহাজ। তার এমন সৃষ্টিশীলতায় অভিভূত পুরো এলাকা। ছোটবেলা থেকেই নতুন কিছু আবিষ্কারের নেশায় মগ্ন সিফাত এখন বৈজ্ঞানিক হওয়ার স্বপ্ন দেখছে।

কিন্তু অর্থসংকট তার প্রতিভার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিবার ও প্রতিবেশীদের সহায়তায় টিফিনের টাকা জমিয়ে সিফাত তার এসব আবিষ্কার সম্পন্ন করেছে। সরকার বা বেসরকারি পর্যায় থেকে সহযোগিতা পেলে সে আরো বড় কিছু করতে চায়।

জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওগাঁ গ্রামের কৃষক মো. বশির প্যাদা ও গৃহিণী চম্পা আক্তারের ছেলে সিফাত ছোটবেলা থেকেই বিজ্ঞানচর্চায় আগ্রহী। ২০২৫ সালে গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে নবম শ্রেণিতে ভর্তি হওয়ার পর থেকেই সে বিভিন্ন উদ্ভাবনী কাজে মনোনিবেশ করে।

২০২৫ সালের শুরুতে তিন মাসের প্রচেষ্টায় রাশিয়ার তৈরি মিগ–২৯ মডেলের যুদ্ধবিমান বানায় সিফাত। এরপর আমেরিকার এফ–২২ মডেলের যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাডার, মিসাইল ও যুদ্ধজাহাজ তৈরি করে। প্রতিটি মডেলই সফলভাবে চালাতে সক্ষম হয় সে।

স্থানীয়রা জানায়, সিফাতের তৈরি বিমান আকাশে উড়ে, যুদ্ধজাহাজ পানিতে চলে, আর রাডার ও মিসাইলও সক্রিয়ভাবে কাজ করে। এই কিশোর বিজ্ঞানী ইতোমধ্যে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় করেছে এসব আবিষ্কারে। তার মা চম্পা আক্তার বলেন, ছেলে সারাক্ষণ গবেষণার ঘরে থাকে। আবিষ্কারই তার নেশা। অর্থের অভাবে অনেক সময় থেমে যায়।

গাজীপুর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহীন মাহমুদ বলেন, সিফাত অত্যন্ত মেধাবী ছাত্র। সে ক্লাসের বাইরেও নানা গবেষণায় ব্যস্ত থাকে। আমরা বিদ্যালয় থেকে যথাসম্ভব সহযোগিতা করছি। সরকারি সহায়তা পেলে সে অনেক দূর এগিয়ে যাবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, বিষয়টি আমি জেনেছি। তার উদ্ভাবনী কর্মকে সহায়তা করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খুদে বিজ্ঞানী সওকত ইসলাম সিফাতের ভাষায়, মা-বাবার অনুপ্রেরণায় এবং টিফিনের টাকা জমিয়ে যুদ্ধবিমান, রাডার ও মিসাইল বানিয়েছি। আমি বৈজ্ঞানিক হয়ে দেশের প্রয়োজনে কাজ করতে চাই।

বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফ্যাসিবাদ নির্মূল করতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

পাথরঘাটায় ইউএনওকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

পিরোজপুর-২ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরে নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ

সড়কে প্রাণ গেলো আমার দেশ প্রতিনিধির মেয়ের

বিএনপির বঞ্চিত নেতাদের মাঠে নামানো চ্যালেঞ্জ