হোম > সারা দেশ > বরিশাল

মা দাদি নানার পর মারা গেলো সদ্যোজাত শিশুটিও!

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

জন্মের মাত্র ২৪ ঘণ্টার মাথায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো এক নবজাতক। এর আগে শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তার মা, দাদি ও নানা। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাত ১০টায় শিশুটির মৃত্যু হয় বলে জানান স্বজনেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জুন) রাত ৮টা ৩০ মিনিটে জন্ম হয় শিশুটির। প্রসবের পর মা মোসাদ্দিকার অবস্থার অবনতি হলে শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের পাঁচজন—মা, নবজাতক, বাবা, দাদা ও নানা একটি অটোরিকশায় রওনা দেন। কিন্তু পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।

আমতলী-পটুয়াখালী মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের অটোরিকশার। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নবজাতকের মা মোসাদ্দিকা, দাদি ও নানা।

গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় নবজাতক, তার বাবা মাওলানা জাহিদুল ইসলাম, দাদা মাওলানা আব্দুল কুদ্দুস ও অটোচালক ওহাব গাজীকে।

নিহতদের আত্মীয় মাওলানা মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার সময় শিশুটি অনেকক্ষণ পানিতে পড়ে ছিল। মাথায় গুরুতর আঘাত পায়। তাকে দুপুর ৩টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের শিশুরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. শামিম ওয়াহিদ বলেন, শিশুটির অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল। মাথায় অভ্যন্তরীণ আঘাতের কারণে সংক্রমণ দেখা দেয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে বাঁচিয়ে রাখার।

মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ওই সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান

বরগুনা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ফ্যাসিবাদ নির্মূল করতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে

পাথরঘাটায় ইউএনওকে অবরুদ্ধ করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

পিরোজপুর-২ আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এক সাথে মনোনয়নপত্র দাখিল করলেন সাঈদীর দুই ছেলে

বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, পার্থের অফিস ভাঙচুর-গুলি

নুরের আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

পিরোজপুরে নদী ভাঙ্গনে আমরাজুড়ি ফেরি চলাচল বন্ধ

সড়কে প্রাণ গেলো আমার দেশ প্রতিনিধির মেয়ের