পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর তীব্র ভাঙনের মুখে আমরাজুড়ী ফেরিঘাটের ফেরি চলাচল গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে তিন রুটের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল থেকে শুরু হয় এই ভাঙ্গন। ফেরী ইজারাদার শাহিন জানান, নদী ভাঙ্গনে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে সড়ক কর্তৃপক্ষ ফেরির নতুন প্লাটুন মেরামতের কাজ করছে।
সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী আল মাহমুদ জানান, তীব্র নদী ভাঙ্গনের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে মেরামতের কাজ চলছে। আশা করি দ্রুত সময়ের ভিতরে স্বাভাবিকভাবে আবার ফেরি চলাচল করবে।
নদী ভাঙনে গ্যাংওয়ে দেবে গিয়ে পন্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে। পিরোজপুর-স্বরূপকাঠি সড়কের যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে। সন্ধ্যা নদীর তীব্র ভাঙনে ফেরিঘাটের গ্যাংওয়ে দেবে মাটি সরে গিয়ে গাড়ি চলাচল ও লোকজন পারাপার বন্ধ রয়েছে। ভাঙনের ফলে আমরাজুড়ি বাজার, দোকান, বাড়িঘর, মসজিদ ও কাউখালী-শেখেরহাট সংযোগ সড়কের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই রুটে চলাচলকারী ঘড়িয়ার পাড় বানারীপাড়া, পিরোজপুর, নেছারাবাদ, বরিশাল, কাউখালীর সাথে সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি বাড়ে এবং এলাকার মানুষজন সবসময় ভাঙনের আতঙ্কে থাকে।
ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও তা কার্যকর হচ্ছে না বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হলে এই ভাঙন রোধ করা সম্ভব।