গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশে আর গুমের দিন চলবে না, বাংলাদেশে বিচারবহির্ভূত অবস্থা চলবে না, বাংলাদেশে কাউকে ধরে নিয়ে গিয়ে ক্রসফায়ার দেওয়া চলবে না, আয়নাঘর বানানো চলবে না।
তিনি বলেন, আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ— এরকম ১৪০০ ছাত্র-শ্রমিক-জনতা যে লক্ষ্যে জীবন দিয়েছিলেন হাজার হাজার তরুণ যুবক, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সেই সনদের পক্ষে সব রাজনৈতিক দলই রয়েছে। সেই সনদের পক্ষেই আজকে গণভোট হতে যাচ্ছে বাংলাদেশকে বদলে দেয়ার জন্য।
তার ভাষায়, ‘দেশের মানুষ ১৫ বছর ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে। রাতে ব্যালট বাক্স ভর্তি হয়ে গেছে। ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোট দেওয়া হয়ে গেছে। এই অবস্থা বদলাতেই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
তিনি শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজারে ‘গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরি হলে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। জেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসন বলছে, গণভোটের প্রচার-প্রচারণার জন্য ড্রপ ডাউন ব্যানার, পোস্টার, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, মাইকিং, চলচ্চিত্র ও ভিডিওগ্রাফি প্রদর্শন, বিলবোর্ড ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে জেলার ১৬২টি স্থানে তথ্যচিত্র প্রদর্শনী, ২৪০টি ড্রপডাউন ব্যানার, ৪০টি বিলবোর্ড, ১ লাখ ৪০ হাজার ৮০০টি পোস্টার, ১০৩টি উঠান বৈঠক, ১২ দিনে ৫৭টি স্থানে ভোটের গাড়ি কার্যক্রম, ৫৩টি স্থানে চলচ্চিত্র প্রদর্শন, ২৬টি স্থানে টেন মিনিট ব্রিফস, ২৮টি স্থানে ভোটালাপ, ১১১৭টি স্থানে সড়ক প্রচার, ৬৮টি স্থানে মাইকিং ও ১৪৭টি স্থানে তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।
উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘আগে তো একসময় বাংলাদেশের প্রধান ধর্মীবলম্বী মানুষই, মুসলমানরাই ধর্ম পালনে বাধাগ্রস্ত হয়েছে। বাধাগ্রস্ত হয় নাই শাপলা চত্বরে? সমাবেশের ওপর হামলা হয় নাই? ম্যাসাকার হয় নাই? আমরা ওই দিনগুলো আর চাই না।’
কক্সবাজার জেলার নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী। এছাড়া বক্তব্য রাখেন কক্সবাজারের পুলিশ সুপার এ এস এম সাজেদুর রহমান ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান। গণভোটের প্রচার-প্রচারণা কার্যক্রম নিয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব।
প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে গণভোটের প্রচারণা নিয়ে চট্টগ্রাম, পার্বত্য বান্দরবান ও কক্সবাজার জেলা সফর করছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে কক্সবাজার জেলায় কার্যক্রম শুরু করেছেন। রাত ৮টায় তিনি ও তার দল কক্সবাজার বিমানবন্দর হয়ে রাজধানীতে ফিরবেন।