হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্ত্রাস, ভূমিদস্যুতা ও দখলের অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি

প্রতিনিধি, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য আসাদ খোকনকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না তা জানতে চেয়ে শো’কজ নোটিশও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

অব্যাহতির আদেশে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একটি অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে এতদ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’

‘একইসঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হবে না তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী তিন (৩) কার্যদিবসে মধ্যে প্রদান করার জন্য এতদ্বারা নির্দেশ করা হলো।’

আসাদ খোকনের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মো. আতাউল্লাহ বলেন, তাকে দলীয় শৃঙ্খলায় ভঙ্গে অব্যাহতি দেয়া হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে তা ব্যাখা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস পুকুর লিজ দেয়াকে কেন্দ্র করে জেলার এনসিপির সদস্য আসাদ খোকনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসী।

সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

যুবদল নেতার নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলা

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

দাউদকান্দিতে অভিযান, বন্দুক ও কার্তুজ উদ্ধার

কুমিল্লায় বাউস্টে ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত

রামগঞ্জে ধানেরশীষ প্রত্যাশী দুই প্রার্থীর বাগযুদ্ধ ভাইরাল

আলুটিলায় স্কুলশিক্ষিকাকে ধর্ষণ, লিটন ত্রিপুরা আটক

কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিতে শিগগিরই সলিমপুরে অভিযান

ইউপিডিএফের ঘাঁটিতে সেনার উপস্থিতিকে ‘ক্যাম্প নির্মাণের’ গুজব