হোম > সারা দেশ > চট্টগ্রাম

যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ সিইউএফএলএ সার উৎপাদন

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

দীর্ঘ প্রায় সাত মাস বন্ধ থাকার পর ১২ ঘণ্টার মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)সার উৎপাদন। বিষয়টি নিশ্চিত করেছেন সিইউএফএলের এমডি মিজানুর রহমান।

গত শনিবার রাত থেকে সিইউএফএলে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। ১২ ঘণ্টার মাথায় আবারো বন্ধ হয়ে যাওয়ায় হতাশা নেমে এসেছে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে।

জানা যায়, চলতি বছরের ১১ এপ্রিল সিইউএফএলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কেজিডিসিএল। দীর্ঘ সাত মাস পর গত রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে গ্যাস সরবরাহ পায় সিইউএফএল। ১৯ তারিখ গ্যাস সংযোগ পেলেও গতকাল শনিবার থেকে পুরো-দমে ইউরিয়া সার উৎপাদনে যায় সিইউএফএল। এর আগে প্রথমে স্টার্ট-আপ, এরপর অ্যামোনিয়া উৎপাদন করে কারখানাটি। ইউরিয়া উৎপাদনে অ্যামোনিয়ার প্রয়োজন হয়।

গত দুই বছর ধরে কখনো যান্ত্রিক ত্রুটি,কখনো গ্যাস সরবরাহ বন্ধের ফলে বার বার বন্ধ হয়ে যায় রাষ্ট্রায়ত্ত এই সার কারখানা। গত বছর শুধু ৫ দিন চালু ছিল এই কারখানা। চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম বন্ধ হয় সিইউএফএল। পরে ফেব্রুয়ারিতে চালু হয়ে দেড় মাস পর গত ৭ এপ্রিল গ্যাস সংকটে আবারো বন্ধ হয়ে যায় সিইউএফএল ।

প্রতিষ্ঠার শুরুর দিকে সিইউএফএলের ইউরিয়া উৎপাদন ক্ষমতা ছিল দৈনিক ১৭০০ মেট্রিকটন যা বার্ষিক ৫ লাখ ৬১ হাজার মেট্রিকটন। বর্তমানে পুরাতন মেশিনারীজের কারণে তা ১১০০ মেট্রিকটনে এসে ঠেকেছে। এছাড়া দৈনিক ৮০০ মেট্রিক টন এবং বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিকটন অ্যামোনিয়া উৎপাদন করে সিইউএফএল।

সিইউএফএলের কর্মচারী ঈসা খান বলেন, কারখানায় উৎপাদন শুরু হওয়ায় শ্রমিক-কর্মচারীরা অত্যন্ত খুশি। বসে বসে বেতন খেতে কারো ভাল লাগে না। সারা বছর চালু থাকলে শ্রমিক -কর্মচারীরা আরো ভালো থাকত।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, গ্যাস পাওয়ার পর আমরা কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু করেছিলাম। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ করে দিতে হয়েছে সার উৎপাদন। যান্ত্রিক ত্রুটি সারিয়ে দ্রুত উৎপাদনে ফেরার চেষ্টা চলছে।

দিনমজুরের নামে ২৭ কোটি টাকার ঋণ নিয়ে রহস্য

প্যারাবন ধ্বংস ক‌রে মা‌টি কাটায় দুই লাখ টাকা জরিমানা

হাসিনার পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকা পাচারের মামলা

নিজের টাকায় সেতু নির্মাণ: ৬০০০ মানুষের দুর্ভোগ লাঘব

বোনকে বিয়ে করতে না পেরে ভাইয়ের সিএনজিতে আগুন

সাত মাস পর ইউরিয়া উৎপাদন শুরু সিইউএফএলে

তিতাসে যুবলীগ নেতা বিল্লাল মেম্বার গ্রেপ্তার

চট্টগ্রামে ফসলের মাঠে যাদুর কূপের পানি!

৯ মাসে কোরআনে হাফেজ ইয়াছিন আরাফাত

মাতৃত্বকালীন ছুটি না থাকায় বিপাকে নারী শিক্ষার্থীরা