হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘১৭ বছর আ.লীগের এমপিদের সঙ্গে মিলেমিশে ছিলাম’—বিএনপি প্রার্থী মুন্সীর বক্তব্যে তোলপাড়

আমার দেশ অনলাইন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই প্রার্থীকে বলতে শোনা যায়—১৭ বছর আওয়ামী লীগের এমপির সঙ্গে তাল মিলিয়ে চলতে হতো। শুধুমাত্র আপনাদের রক্ষা করার জন্য তাদের সঙ্গে মিলেমিশে ছিলাম; যেন আপনাদের এলাকা ছেড়ে যেতে না হয়। নাহলে আপনাদের বিরুদ্ধে বহু মামলা হতো।

আসন্ন ত্রয়োদশ সংসদের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে বুধবার কুমিল্লার গোপালনগর ভূইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ওই ভিডিওতে মুন্সীকে আরো বলতে শোনা যায়—১/১১ এর সময় দেবিদ্বার থানা থেকে হ্যান্ডকাপ লাগিয়ে শুধু একটা গেঞ্জি পরিয়ে আমাকে ঘোরানো হয়। তারপরও আমি থেমে যায়নি। কারণ আমি এ এলাকার মানুষকে ভালোবাসি। আমার বয়স হয়েছে কিন্তু সময়ে কারণে আমার অনেক ওয়াদা পূরণ করতে পারিনি । ২০০৬ সালে নির্বাচন করতে পারিনি।

তার বক্তব্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায়। এ নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। তার বক্তব্যের ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।

আফফান বিন আব্দুস সালাম নামের একজন লেখেন, ‘তাহলে বুঝা গেল এখনো তাল মিলাবে। রক্তের সঙ্গে তো গাদ্দারী করতে পারবোনাহ। সাবধান দেবিদ্দারের মানুষ।’

গোলাম রাসুল ফেসবুকে লেখেন, ‘বালু টাক কেন সরানো যায়নি এখান থেকেই বোঝা যায় ।’

মোহাম্মদ মামুন লেখেন, সত্যি কথা বেশি দিন চাপা থাকে না। কোনো না কোনো সময় অকপটে বেরিয়ে আসে। গ্রাম্য ভাষায় একটি কথা আছে-ফোটকার সাক্ষী ফোটকায় দেয়। মীরজাফরি করে এখন নিজের মীরজাফরিকে নরমালাইজ করার জন্য এর সপক্ষে আরো অনেক যুক্তি দেবে।

গত ৩ নভেম্বর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঘোষণা করা হয়।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

চট্টগ্রামে এলজিইডি অফিসে নাটকীয়তা: একদিনে এক অফিসে দুই নির্বাহী প্রকৌশলী

কিছু রাজনৈতিক দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়তে পারেনি

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন আটক

সাবেক এমপি এবাদুল করিমের দাফন সম্পন্ন

ব্যাংক কর্মকর্তাদের এলসি প্রতারণায় ৬ কোটি টাকার ক্ষতি দাবি ব্যবসায়ীর

দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনকে বদলি, চলছে তদন্ত

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কচি ও সাধারণ সম্পাদক মুরাদ নির্বাচিত

কাপ্তাইয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

চবির সেই তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে বদলি