হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোববার কুমিল্লা ৩ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

কুমিল্লা প্রতিনিধি

দীর্ঘ ২৩ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২৫ শে জানুয়ারি রোববার কুমিল্লায় তিনটি জনসভায় কুমিল্লা নির্বাচনি প্রচারণায় আসছেন বলে নিশ্চিত করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

শনিবার (২৪ জানুয়ারি) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা ফুলতলির ডিগবাজি মাঠ পরিদর্শন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তারেক রহমানের আগমন ঘিরে কুমিল্লা নগরীতে চলছে ঈদের আমেজ ।

রোববার দুপুরে চট্টগ্রাম ফেনী জনসভা শেষে কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে বক্তব্য রাখবেন তারেক রহমান। তারপর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শুয়াগাজি ডিগবাজি মাঠে কুমিল্লার সবচেয়ে বড় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, কুমিল্লার ডিগবাজি মাঠে ১০ লাখ নেতাকর্মীর উপস্থিতি হবে। তারপর কুমিল্লা দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের আসনে বক্তব্য রাখবেন তারেক রহমান।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ আগমন অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠের সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ স্থাপন, জনসমাগম ও অন্যান্য প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ৬ টি আসনের সমন্বয়ক বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন মাঠ পরিদর্শন শেষে বলেন, তারেক রহমানের কুমিল্লার শুয়াগাজি ডিগবাজি মাঠের সমাবেশটি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে । মঞ্চের কাজ শেষ পর্যায়ে। ২৪ ঘন্টাই এখানে নিরাপত্তায় আমাদের নেতাকর্মীরা নিয়োজিত আছে।

কুমিল্লা -৬ সদর আসনের বিএনপির প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী দৈনিক আমার দেশ কে বলেন, বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য অপেক্ষা করছে কুমিল্লার লাখ লাখ মানুষ। তারেক রহমানের আগমন কুমিল্লার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়াবে।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু আমার দেশ কে বলেন, ২০০৩ সালে তারেক রহমান কুমিল্লা স্টেডিয়ামে একটি ইউনিয়নের কর্মী সভায় বক্তব্য দিয়েছিলেন । এই প্রথম কুমিল্লা জেলায় বড় মহাসমাবেশে আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন । তারেক রহমানের আগমনে কুমিল্লার ১১ টি আসনের ধানের শীষের প্রার্থীদের বিজয়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে । নেতাকে বরণ করতে হাজার হাজার নেতা কর্মী অপেক্ষা করছে । নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হবে নেতার আগমনকে ঘিরে ।

আগের দিন সমাবেশ স্থলে এসে অবস্থান করছেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মনির । তিনি বলেন আমরা সরাসরি আমাদের নেতা তারেক রহমানকে দেখার জন্য আগের দিনই মাঠে চলে এসেছি । শত শত নেতাকর্মী মাঠে অবস্থান করছে।

হাতিয়ায় এনসিপিতে যোগ দিলেন বিএনপির সাবেক নেতাকর্মী

নিখোঁজের ৮দিন পর কলেজ ছাত্রের লাশ মিলল ট্যাংকিতে, আটক ১

চট্টগ্রামে দেশ গঠনের রূপরেখা উপস্থাপন করবেন তারেক রহমান

দুর্নীতি ও চাঁদাবাজি করবো না কাউকে করতেও দেবো না

এনসিপি প্রার্থীকে আসন দিলেও জামায়াতের নাসেরকে ছাড়তে পারছে না সমর্থকরা

চাঁদপুরে শ্রমিক লীগ নেতা শামীম গ্রেপ্তার

তারেক রহমানকে যে বার্তা দিতে চান ফেনীর জুলাই শহীদ পরিবার ও যোদ্ধারা

চকরিয়ায় জামায়াতের মার্চ ফর দাঁড়িপাল্লা কর্মসূচি পালন

নৌবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়নের জন্য বিএনপির বিকল্প নেই: মিন্টু