সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব ও আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, গণতন্ত্রে উত্তরণের দিন।
বিগত ১৭ বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি এবং ছিল না গণতন্ত্র। গণতন্ত্রে এই উত্তরণের দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভায় বলেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে সেখানে ফজরের জামাতে অংশ নিয়ে লাইন ধরে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে হবে।
শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নানের নির্বাচনি সমাবেশ তিনি এসব কথা বলেন ।
জনসভায় তিনি নাসিরনগরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান যারা আছেন তাদের হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষে ভোট দিয়ে এমএ হান্নানের বিজয় সুনিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন, অবহেলিত জনপদ নাসিরনগরের উন্নয়নে তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন তা আমি অক্ষরে অক্ষরে পালনের জন্য নিবেদিতভাবে কাজ করে যাব। আমি নাসিরনগরের প্রত্যেকটি ভোটারের কাছে আহ্বান জানাই তারা যেন উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমাকে জনগণের সেবা করার সুযোগ দেন।
উপজেলার ১০ নম্বর গোকর্ণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি এ কে এম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সৈয়দ আবদাল আহমদ, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী এবং ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য নাদিয়া আক্তার পাপন।
অনুষ্ঠানে বিএনপি প্রার্থী হান্নানকে দলের চেয়ারম্যান তারেক রহমানের উপহার টুপি ও ঘড়ি পৌঁছে দেন সৈয়দ আবদাল আহমদ।