হোম > সারা দেশ > চট্টগ্রাম

এক কলেজে ২ অধ্যক্ষ ২ সভাপতি, উচ্চ আদালতে মামলা

উপজেলা প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা)

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজের দু’জন সভাপতি ও দু’জন অধ্যক্ষকে নিয়ে উচ্চ আদালতে মামলা হয়েছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হোমনা বাদ আদর্শ ডিগ্রী কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি হিসেবে অ্যাডভোকেট শাহজাহানকে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। অ্যাডভোকেট শাহজাহান কলেজের গর্ভনিংবডির একাধিক বার সভা ডেকে অধ্যক্ষ মীর জাহাঙ্গীরের বিরুদ্ধে কলেজের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পান। অভিযোগের প্রেক্ষিতে দু'টি তদন্ত কমিটি গঠিত হয়। দু'টি তদন্তেই সভাপতি আনিত অভিযোগ সত্য বলে প্রমান পাওয়া যায়।

'পরে তদন্ত কমিটি যথাযথ কর্তৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়। তারই প্রেক্ষিতে সভাপতি অধ্যক্ষকে কারণ দর্শানো ও সাময়িক বরখাস্ত করেন। তদন্ত শেষে স্থায়ীভাবে বরখাস্ত করেন। সভাপতি তার স্থলে কলেজের শিক্ষক আবু বক্কর সিদ্দিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। অধ্যক্ষ মির জাহাঙ্গীর আবু বক্কর সিদ্দিককে কোনো কাগজপত্র বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক দায়িত্ব পালন করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কর্মচারীদেরকে হয়রানি করার অভিযোগ ওঠে।

জানা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত ২৪ মার্চের চিঠির আলোকে এডহক কমিটির মেয়াদ ২৯ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়।

অপরদিকে হাইকোর্ট ২২/৪/২৫ ইং তারিখে শাহজাহানের কমিটি তিন মাস স্থগিতাদেশ দেন, যাহা ২১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়। এরই মাঝে একজন বরখাস্ত অধ্যক্ষ মীর জাহাঙ্গীর সভাপতি অ্যাডভোকেট শাহজাহান হজব্রত পালনে সৌদি আরব অবস্থানকালে অবৈধভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে রাজউকের কর্মচারী জাফর সাদেককে স্থায়ী সভাপতি হিসেবে নিয়োগ নিয়ে আসেন। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ মীর জাহাঙ্গীরকে ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

জাফর সাদেক বলেন, আমাকে দু' বছরের জন্য স্থায়ীভাবে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। অ্যাডভোকেট শাহজাহান আমাকে বাদ দেওয়ার জন্য উচ্চ আদালতে মামলা করে। অ্যাডভোকেট শাহজাহান বলেন 'মহামান্য হাইকোর্টে কমিটি সংক্রান্ত স্থগিতাদেশ থাকায় এবং মহামান্য সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকা অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো কমিটি মনোনয়ন দেয়া সম্পূর্ণ বেআইনি এবং দেশের সর্বোচ্চ আদালতের অবমাননার সামিল।

চট্টগ্রাম বন্দরে অবরোধ, কর্মকাণ্ডে স্থবিরতা

দাঁড়িপাল্লার জোয়ার দেখে একটি দল বেসামাল হয়ে গেছে

ধানের শীষ এখন জনগণের আস্থার প্রতীক

উখিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আ.লীগ ছেড়ে নেমেছেন বিএনপির প্রচারে

আমরা দালাল মিডিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধ করব

বুড়িচংয়ে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

‘সন্ত্রাস-অস্ত্র-আত্মগোপন’ তিন তলার আন্ডারওয়ার্ল্ড

আজ চৌদ্দগ্রামে যাচ্ছেন জামায়াত আমির

শহীদদের রক্তের সম্মান দিতে হলে আপনাকে ‘হ্যাঁ’ ভোটের কথা বলতে হবে: সাদিক কায়েম