হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরাইলে এনসিপির আসিফ মাহমুদের সমাবেশ আজ

‘হ্যাঁ ভোট’-এর পক্ষে জনমত গঠন

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ বিকেল ৪টায় সরাইল শহিদ মিনারে এক সমাবেশে যোগ দিতে আসছেন। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী চলমান ধারাবাহিক প্রচারের অংশ হিসেবে তিনি আজ সরাইল সফর করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন রাজনৈতিক প্রক্রিয়ায় রাষ্ট্র সংস্কারের প্রশ্নকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের লক্ষ্যেই এ কর্মসূচি পালন করছে এনসিপি ও ১১ দলীয় জোট। তারই ধারাবাহিকতায় সরাইল শহিদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।

সমাবেশে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি তার বক্তব্যে বর্তমান রাষ্ট্রকাঠামোর সংস্কার, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরবেন বলে জানা গেছে।

এ ছাড়া সমাবেশে বক্তব্য দেবেন ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী মাওলানা আশরাফ মাহাদী। তিনি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে বলেন, রাষ্ট্রের সংস্কার ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়। জনগণের প্রত্যক্ষ মতামতের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব—এমন বক্তব্য তুলে ধরবেন তিনি।

নেতৃবৃন্দ জানান, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর এলাকাসহ পুরো ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হ্যাঁ’র পক্ষে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে এবং ভোটের মাঠে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশকে কেন্দ্র করে সরাইল শহরে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। শহীদ মিনার এলাকায় মাইকিং, পোস্টার ও লিফলেটের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।

দেড় বছর আগেও বোরকা পরে কোর্টে যেতেন মির্জা আব্বাস

কুমিল্লায় আমিরের সমাবেশ ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি

এ নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে

সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান পটিয়ায় হবে না

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

বিএনপি প্রার্থীর জন্য ভোট চেয়ে মাঠে স্ত্রী ও মেয়ে

চট্টগ্রামের খুলশীতে জামায়াত–বিএনপির সংঘর্ষে আহত ৭

মহিলা জামায়াত কর্মীদের হেনস্তা ও খতিবকে হুমকির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

শ্রীমঙ্গলে বিএনপির ৬ নেতাকে অব্যাহতি

দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বিএনপির বিকল্প নেই: মিন্টু