হোম > সারা দেশ > চট্টগ্রাম

জামায়াত প্রার্থীকে ঢাকের তালে তালে ফুল ছিটিয়ে বরণ

চট্টগ্রাম ব্যুরো

মিরসরাইয়ে জেলেপাড়ায় উঠান বৈঠকে আসার পর জামায়াত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানকে বরণ করে নেওয়া হয়।

চট্টগ্রাম- ১ আসনে (মিরসরাই) জামায়াত প্রার্থীকে ঢাকের তালে তালে ফুল ছিটিয়ে বরণ করা হয়েছে। গত ১ সপ্তাহ আগে মিরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়নের জেলেপাড়ায় এ ঘটনা ঘটলেও বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গতকাল রোববার রাতে।

জানা গেছে, চট্টগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি ঢাকা দক্ষিণ জামায়াতের মজলিশে সূরা সদস্য। এক সপ্তাহ আগে নিজের নির্বাচনি এলাকা মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের উঠান বৈঠকে যান। এসময় সেখানে তাকে কয়েকশ সনাতনী লোকজন ঢাকঢোল পিটিয়ে ও ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন। তাদেরকে ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’ স্লোগান দিতেও দেখা যায়। এমনকি নারীরাও উলু ধ্বনি দেন। এ সময় জামায়াত প্রার্থী সাইফুর রহমান তাদেরকে হাত উঁচিয়ে শুভেচ্ছা জানান।

ঢাক বাজাচ্ছেন ঢাকি

খোঁজ নিয়ে জানা যায়, অ্যাডভোকেট সাইফুর রহমান উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকায় প্রতিদিন উঠান বৈঠক, নির্বাচনি গণসংযোগ, মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার মসজিদে মসজিদে কাছে ভোট ও দোয়া চাচ্ছেন। সম্প্রতি নিজামপুরসহ কয়েকটি এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন তাকে ধর্মী রীতিনীতি অনুসারে বরণ করে সংবর্ধনা দেন। কোথাও কোথাও সনাতন ধর্মাবলম্বীরা তাকে নিয়ে বাড়ির উঠানে গানের আসরও বসাতে দেখা যায়। যা অন্য কোনো প্রার্থীর ক্ষেত্রে দেখা যায়নি। সাইফুর রহমান পাড়ায় পাড়ায় গণসংযোগকালে সেখানকার ভাঙা ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, স্কুল কলেজ সংস্কারের অঙ্গীকার করছেন এমনকি সেসবের তালিকা করে একটি নোটবুকে সংরক্ষণ করছেন৷

উলু ধ্বনি দিয়ে নারীরাও ছিলেন সরব

এ সম্পর্কে জানতে চাইলে অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, জেলেদের মাছ ধরার যেই আইন রয়েছে সেটিতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন সাগর থেকে তাদের মাছ ধরায় নিষেধাজ্ঞা আসল তখন আমি বলেছি এই আইন সংশোধন করার দরকার। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আমি সেটি করব। এরপর থেকে জেলে সম্প্রদায়, হিন্দু ধর্মালম্বী, বৌদ্ধ সম্প্রদায় আমার জন্য মুখিয়ে থাকে। তারা আমাকে ভালোবাসে, আমি তাদের ভালোবাসি। এই জনপদ আমার, আমি এই জনপদের। মিরসরাই মিশে আছে আমার রক্তের শিরা, উপশিরায়। নির্বাচিত হলে আমি সকলকে নাগরিক হিসেবে দেখব এবং তাদের জন্য রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্য নিশ্চিত করব।

দেবিদ্বারে জামায়াত প্রার্থীর গণসংযোগ

সুষ্ঠু নির্বাচনের সক্ষমতা নিয়ে শঙ্কা দূর করতে হবে নির্বাচন কমিশনকে: দেবপ্রিয় ভট্টাচার্য

জুলাই গণহত্যার আরো দুই মামলায় ৩৭৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

চট্টগ্রাম বন্দর অভিমুখে স্কপের লাল পতাকা গণমিছিল

লক্ষ্মীপুরে পাগড়ি পেলেন ৬৫ কোরআনে হাফেজ

লোহাগাড়ায় অটোরিকশা চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নৌ পরিবহন উপদেষ্টাকে চট্টগ্রামে ঢুকতে দেবেন না চসিক মেয়র

যে আসনে শাপলা কলি প্রতীকে লড়বেন হাসনাত আব্দুল্লাহ

ঝুঁকিপূর্ণ কুমিরা ঘাটের মায়া ছাড়তে পারছে না বিআইডব্লিউটিসি

কাজে আসছে না ৪৬ কোটি টাকার হালদা রক্ষা প্রকল্প