ভালুকা উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে শোকজ নোটিশ জারি করেছে ভালুকা নির্বাচন কমিশন।
আগামী ১লা ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ের মধ্যে নির্বাচন কমিশনে হাজির হয়ে শোকজের জবাব দেয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় এ প্রেক্ষিতে বিধিমালা অনুযায়ী কেন নির্বাচন কমিশনে অপনার প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হবে না বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে আপনার সমর্থকরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকের প্রচারণায় বাধা প্রদান, মাইক ভাঙচুর, অটোরিকশা চালক ও কর্মীদের মারধর, নারী কর্মীদের ওপর হামলা ও অপমান এবং পরিকল্পিত সহিংসতায় জড়িত ছিল। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সালাউদ্দিন আহাম্মেদ বাদী হয়ে লিখিত অভিযোগ দায়েরের ভিত্তিতে এসব ঘটনাকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর একাধিক ধারা লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে সংঘটিত এসব কর্মকাণ্ড আচরণবিধি গুরুতর ভাবে লঙ্গন করা হয়েছে।
এ প্রেক্ষিতে বিধিমালা অনুযায়ী কেন নির্বাচন কমিশনে আপনার প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হবে না বিষয়ে আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।